নওগাঁর রাণীনগরের মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আজাহার আলীকে রাতের আধারে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ঘটনা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটে। আজাহার আলী স্কুল মাঠের শহীদ মিনারে বসে ছিলেন; পরবর্তীতে স্কুল গেটের কাছে গেলে স্থানীয় বেলাল হোসেন ও আনোয়ার হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। স্থানীয়দের তৎপরতায় হামলাকারীরা পালিয়ে যায়।
আহতকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর গ্রামবাসী অভিযুক্তদের বাড়ি ঘিরে রেখে বেলাল ও আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহত নৈশপ্রহরী জানান, কয়েক বছর আগে তাদের মধ্যে তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটি হয়েছিল, যার জের ধরে হামলা করা হয়েছে। তিনি তার ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চান।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান জানান, আহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এমআর/সবা






















