দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির দায়ের করা রাজনৈতিক মামলায় বীরগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি মোঃ আব্দুল বাসেত (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মোঃ আব্দুল বাসেত বীরগঞ্জ পৌর শহরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
বুধবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর এলাকায় ঔষধ কেনার সময় তাকে পুলিশ গ্রেফতার করে বলে জানিয়েছে পরিবারের লোকজন।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর বিএনপির দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এমআর/সবা






















