০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবী আলিফ হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, সরকারি কাজে বাধা, ভাঙচুরসহ পাঁচটি মামলা রয়েছে। তার আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যর নেতৃত্বে একটি টিম জামিন শুনানিতে অংশ নেয়। শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ জুলাই আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের নির্দেশ ও উসকানিতে ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত চত্বরে আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আইনজীবী আলিফ হত্যাসহ ৫ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৮:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, সরকারি কাজে বাধা, ভাঙচুরসহ পাঁচটি মামলা রয়েছে। তার আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যর নেতৃত্বে একটি টিম জামিন শুনানিতে অংশ নেয়। শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ জুলাই আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের নির্দেশ ও উসকানিতে ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত চত্বরে আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন।

এমআর/সবা