০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘বাংলাওয়াশ’ করতে গিয়ে পাকিস্তানের কাছে ৭৪ রানে হারল বাংলাদেশ!

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের ১৭৮/৭ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১০৪ রানে। ফলে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও শেষ ম্যাচে ৭৪ রানের হার ‘বাংলাওয়াশ’-এর স্বপ্ন চূর্ণ করে দেয় স্বাগতিক দলের।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনার শাহিবজাদা ফারহান ৪১ বলে ৬৩ এবং সাইম আইউব ১৫ বলে ২১ রান করেন। এছাড়া হাসান নওয়াজ ৩৩, সালমান আগা ১২*, মোহাম্মদ নওয়াজ ২৭ রান করলে এদের ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ (৩/৩৮)। এছাড়া নাসুম আহমেদ ২টি, মো. সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই ব্যাকফুটে চলে যায়। প্রথম চার ব্যাটার দলীয় ২৫ রানের মধ্যেই দ্রুত সাজঘরে ফেরেন। দুই অংকের রান করেন মাত্র দুজন। একজন মো. সাইফউদ্দিন ৩৫*, অন্যজন মো. নাঈম ১০।

পাকিস্তানের পেসার সালমান মির্জা ৩টি, ফাহিম আশরাফ এবং মো. নওয়াজ ২টি করে, আহমেদ দানিয়াল, সালমান আগা ও হুসেইন তালাত ১টি করে উইকেট নিয়ে বাংলাদেশকে একেবারে ধসিয়ে দেন। মাত্র ১৬.২ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ম্যাচসেরা হন পাকিস্তানের শাহিবজাদা ফারহান।

পরিবর্তিত একাদশেই ধস?
বাংলাদেশ আজ একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিল, যেটি দলীয় ভারসাম্যকে স্পষ্টভাবে ব্যাহত করে। তরুণদের পরীক্ষার দিনেই অভিজ্ঞতা ও স্থিরতার অভাব স্পষ্টভাবে চোখে পড়ে।

অন্যদিকে পাকিস্তান গত দুই ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে আগ্রাসী পরিকল্পনা নিয়ে নামে এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

‘বাংলাওয়াশ’ করতে গিয়ে পাকিস্তানের কাছে ৭৪ রানে হারল বাংলাদেশ!

আপডেট সময় : ১০:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের ১৭৮/৭ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১০৪ রানে। ফলে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও শেষ ম্যাচে ৭৪ রানের হার ‘বাংলাওয়াশ’-এর স্বপ্ন চূর্ণ করে দেয় স্বাগতিক দলের।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনার শাহিবজাদা ফারহান ৪১ বলে ৬৩ এবং সাইম আইউব ১৫ বলে ২১ রান করেন। এছাড়া হাসান নওয়াজ ৩৩, সালমান আগা ১২*, মোহাম্মদ নওয়াজ ২৭ রান করলে এদের ঝড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ (৩/৩৮)। এছাড়া নাসুম আহমেদ ২টি, মো. সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই ব্যাকফুটে চলে যায়। প্রথম চার ব্যাটার দলীয় ২৫ রানের মধ্যেই দ্রুত সাজঘরে ফেরেন। দুই অংকের রান করেন মাত্র দুজন। একজন মো. সাইফউদ্দিন ৩৫*, অন্যজন মো. নাঈম ১০।

পাকিস্তানের পেসার সালমান মির্জা ৩টি, ফাহিম আশরাফ এবং মো. নওয়াজ ২টি করে, আহমেদ দানিয়াল, সালমান আগা ও হুসেইন তালাত ১টি করে উইকেট নিয়ে বাংলাদেশকে একেবারে ধসিয়ে দেন। মাত্র ১৬.২ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ম্যাচসেরা হন পাকিস্তানের শাহিবজাদা ফারহান।

পরিবর্তিত একাদশেই ধস?
বাংলাদেশ আজ একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিল, যেটি দলীয় ভারসাম্যকে স্পষ্টভাবে ব্যাহত করে। তরুণদের পরীক্ষার দিনেই অভিজ্ঞতা ও স্থিরতার অভাব স্পষ্টভাবে চোখে পড়ে।

অন্যদিকে পাকিস্তান গত দুই ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে আগ্রাসী পরিকল্পনা নিয়ে নামে এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়।

আরকে/সবা