০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলাদেশকে জুনিয়র হকি বিশ্বকাপে তোলা কোচকে বাদ দিয়ে কাল অনুশীলন শুরু

নেই সাফল্যের সারথী শুভ!

হকিতে শুধু ব্যর্থতা আর হতাশার গল্পই শোনা গেছে বছরের পর বছর। যখন কোন আশার আলো দেখা যাচ্ছিল না, তখনই ২০২৪ সালের ৩ ডিসেম্বর মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে আসে চমক জাগানিয়া ‘মঙ্গলময়’ সমাচার। সেটা হলো ইতিহাস গড়ে এক ম্যাচ হাতে রেখেই যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ যুব হকি দল!

বড়রা যা করতে পারেনি, তাই করে দেখায় লাল-সবুজের যুবারা। জুনিয়র এশিয়া কাপ থেকে ছয়টি দল যাবে যুব বিশ্বকাপে।

বাংলাদেশ থাইল্যান্ডকে হারিয়ে এই ছয় দলের মধ্যে সগৌরবে নিজেদের অবস্থান করে নেয়। পরে তারা পঞ্চম স্থান লাভ করে। এ বছর ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশ নেবে। ২৪টি দেশ নিয়ে বসবে বিশ্বকাপের আসর। ভারত স্বাগতিক হিসেবে খেলবে সরাসরি। বাকি ২৩ দল উঠেছে বিশ্বের টি আঞ্চলিক পর্বের লড়াই থেকে। ৬ গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে খেলবে দলগুলো। বাংলাদেশ পড়েছে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর প্রশংসায় ভেসে যান দলের কোচ মওদুদুর রহমান শুভ। অথচ এর আগে এই কোচের সুস্থতা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল! সেই অসুস্থ কোচই কি না দেশের হকির ইতিহাসের সেরা রেজাল্ট নিয়ে এলেন!

ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপ হকি উপলক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে কাল শনিবার থেকে। অথচ বিস্ময়কর ব্যাপার হচ্ছে-বাংলাদেশকে বিশ্বকাপে তোলা কোচ শুভকেই বাদ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)!

বাহফে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইতোমধ্যেই প্রাথমিক ক্যাম্পে ৪৫ খেলোয়াড়কে ডেকেছে। শনিবার ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। কুপার টেস্টের মাধ্যমে রোববার শুরু হবে প্রস্তুতি।

অনুশীলন পর্ব চালিয়ে নেওয়ার জন্য বাহফে আপাতত দুজন কোচ রেখেছে। একজন আশিকুজ্জামান, অন্যজন মশিউর রহমান বিপ্লব। সেপ্টেম্বর থেকে নেদারল্যান্ড থেকে কোচের আসার কথা রয়েছে। অথচ হকি ফেডারেশন বাছাইয়ে সাফল্য পাওয়া কোচ শুভকে বিশ্বকাপের মূলপর্বের জন্য বিবেচনায় রাখেনি!

এ নিয়ে শুভ বলেছেন, ‘আমি কেন বিশ্বকাপের মূলপর্বে কোচ পদে নেই, তা জানি না। কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। এখন ফেডারেশনের যা ভালো মনে হয়েছে, তাই করেছে। এখানে আর কী বলার আছে?’

শুধু অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপেই নেননি শুভ, এর পর চীনে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপেও বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যান। টানা দুটো সাফল্যের পরও ফেডারেশন এই কোচকে মূল্যায়ন করেনি!

বাহফের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু জাফর তপন এই প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘শুভকে নানা কারণে নেওয়া হয়নি। অন্যতম কারণ হলো আমাদের কমিটির শুরুতে কোচেস প্যানেল করার জন্য ডাকা হলেও তিনি সাড়া দেয়নি। ব্যক্তিগত কারণ বললেও সেই সময় অন্য জায়গায় কোচিং করিয়েছে। আমরা কেবল কোচের সাফল্য দেখছি না, অন্য বিষয়গুলো বিবেচনা করেও কোচ নির্ধারণ করছি। তাই কোচেস প্যানেল থেকে আশিক ও বিপ্লবকে সুযোগ দেওয়া হয়েছে। এখানে কোনও ক্লাবের চাপ নেই। স্বাধীনভাবে কাজ করতে পারছি। কোচের সিদ্ধান্তগুলো সবাই মিলে নিয়েছি। এককভাবে নেওয়ার সুযোগ নেই।’

এ প্রসঙ্গে শুভর ব্যাখ্যা, ‘ওই সময় জাতীয় সিনিয়র দলের জন্য ফেডারেশন ডাকলে আমি না করেছিলাম। তবে অন্য টুর্নামেন্টের জন্য কাজ করবো বলে সাধারণ সম্পাদককে চিঠিও দিয়েছিলাম। আর আমি বিকেএসপির কোচ, তাই ওখানে কোচিং করাই। অন্য কোথায় আর কী করবো। এখন আমাকে যদি সাফল্য পাওয়ার পরও না রাখা হয়, তাহলে কিছু বলার নেই।’

সাফল্যের সারথী কোচ শুভর এভাবে বাদ পড়াটা মেনে নিতে পারছেন না হকিপ্রেমীরা। তারা বলছেন, শুভর সঙ্গে অন্তত আলাপ-আলোচনা করে তাকে না নেওয়ার সিদ্ধান্তটা ভদ্রভাবে জানাতে পারতো বাহফে।

আরকে/সবা

 

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

বাংলাদেশকে জুনিয়র হকি বিশ্বকাপে তোলা কোচকে বাদ দিয়ে কাল অনুশীলন শুরু

নেই সাফল্যের সারথী শুভ!

আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

হকিতে শুধু ব্যর্থতা আর হতাশার গল্পই শোনা গেছে বছরের পর বছর। যখন কোন আশার আলো দেখা যাচ্ছিল না, তখনই ২০২৪ সালের ৩ ডিসেম্বর মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে আসে চমক জাগানিয়া ‘মঙ্গলময়’ সমাচার। সেটা হলো ইতিহাস গড়ে এক ম্যাচ হাতে রেখেই যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ যুব হকি দল!

বড়রা যা করতে পারেনি, তাই করে দেখায় লাল-সবুজের যুবারা। জুনিয়র এশিয়া কাপ থেকে ছয়টি দল যাবে যুব বিশ্বকাপে।

বাংলাদেশ থাইল্যান্ডকে হারিয়ে এই ছয় দলের মধ্যে সগৌরবে নিজেদের অবস্থান করে নেয়। পরে তারা পঞ্চম স্থান লাভ করে। এ বছর ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশ নেবে। ২৪টি দেশ নিয়ে বসবে বিশ্বকাপের আসর। ভারত স্বাগতিক হিসেবে খেলবে সরাসরি। বাকি ২৩ দল উঠেছে বিশ্বের টি আঞ্চলিক পর্বের লড়াই থেকে। ৬ গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে খেলবে দলগুলো। বাংলাদেশ পড়েছে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর প্রশংসায় ভেসে যান দলের কোচ মওদুদুর রহমান শুভ। অথচ এর আগে এই কোচের সুস্থতা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল! সেই অসুস্থ কোচই কি না দেশের হকির ইতিহাসের সেরা রেজাল্ট নিয়ে এলেন!

ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপ হকি উপলক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে কাল শনিবার থেকে। অথচ বিস্ময়কর ব্যাপার হচ্ছে-বাংলাদেশকে বিশ্বকাপে তোলা কোচ শুভকেই বাদ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)!

বাহফে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইতোমধ্যেই প্রাথমিক ক্যাম্পে ৪৫ খেলোয়াড়কে ডেকেছে। শনিবার ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। কুপার টেস্টের মাধ্যমে রোববার শুরু হবে প্রস্তুতি।

অনুশীলন পর্ব চালিয়ে নেওয়ার জন্য বাহফে আপাতত দুজন কোচ রেখেছে। একজন আশিকুজ্জামান, অন্যজন মশিউর রহমান বিপ্লব। সেপ্টেম্বর থেকে নেদারল্যান্ড থেকে কোচের আসার কথা রয়েছে। অথচ হকি ফেডারেশন বাছাইয়ে সাফল্য পাওয়া কোচ শুভকে বিশ্বকাপের মূলপর্বের জন্য বিবেচনায় রাখেনি!

এ নিয়ে শুভ বলেছেন, ‘আমি কেন বিশ্বকাপের মূলপর্বে কোচ পদে নেই, তা জানি না। কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি। এখন ফেডারেশনের যা ভালো মনে হয়েছে, তাই করেছে। এখানে আর কী বলার আছে?’

শুধু অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপেই নেননি শুভ, এর পর চীনে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপেও বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যান। টানা দুটো সাফল্যের পরও ফেডারেশন এই কোচকে মূল্যায়ন করেনি!

বাহফের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু জাফর তপন এই প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘শুভকে নানা কারণে নেওয়া হয়নি। অন্যতম কারণ হলো আমাদের কমিটির শুরুতে কোচেস প্যানেল করার জন্য ডাকা হলেও তিনি সাড়া দেয়নি। ব্যক্তিগত কারণ বললেও সেই সময় অন্য জায়গায় কোচিং করিয়েছে। আমরা কেবল কোচের সাফল্য দেখছি না, অন্য বিষয়গুলো বিবেচনা করেও কোচ নির্ধারণ করছি। তাই কোচেস প্যানেল থেকে আশিক ও বিপ্লবকে সুযোগ দেওয়া হয়েছে। এখানে কোনও ক্লাবের চাপ নেই। স্বাধীনভাবে কাজ করতে পারছি। কোচের সিদ্ধান্তগুলো সবাই মিলে নিয়েছি। এককভাবে নেওয়ার সুযোগ নেই।’

এ প্রসঙ্গে শুভর ব্যাখ্যা, ‘ওই সময় জাতীয় সিনিয়র দলের জন্য ফেডারেশন ডাকলে আমি না করেছিলাম। তবে অন্য টুর্নামেন্টের জন্য কাজ করবো বলে সাধারণ সম্পাদককে চিঠিও দিয়েছিলাম। আর আমি বিকেএসপির কোচ, তাই ওখানে কোচিং করাই। অন্য কোথায় আর কী করবো। এখন আমাকে যদি সাফল্য পাওয়ার পরও না রাখা হয়, তাহলে কিছু বলার নেই।’

সাফল্যের সারথী কোচ শুভর এভাবে বাদ পড়াটা মেনে নিতে পারছেন না হকিপ্রেমীরা। তারা বলছেন, শুভর সঙ্গে অন্তত আলাপ-আলোচনা করে তাকে না নেওয়ার সিদ্ধান্তটা ভদ্রভাবে জানাতে পারতো বাহফে।

আরকে/সবা