০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোহামেডানের সানডে এখন কিংসের

২৩ বছর পর মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছে। এর আগে তারা জেতে ফেডারেশন কাপের শিরোপা। যুগের পর যুগ শিরোপাখরায় ভোগা দেশের এই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটিকে এই দুটি শিরোপা জেতাতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই দুই বিদেশি হচ্ছেন মালি ফরোয়ার্ড ও দলের অধিনায়ক সুলেমান দিয়াবাতে এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। অথচ ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’রা কদিন আগে দিয়াবাতেকে ‘না’ করে দেয় (দিয়াবাতে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে যোগ দেন)! এবার একই ঘটনা ঘটেছে সানডের বেলাতেও! মোহামেডান ছেড়ে দিয়েছে তাকেও।

ইতোমধ্যেই সানডে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। ৩৩ বছর বয়সী ও ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অধিকারী সানডে আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে যোগ দিয়েছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব বসুন্ধরা কিংসে।

যদিও নতুন মৌসুমের জন্য কোচ এখনও নিয়োগ দেয়নি কিংস। ব্রাজিল ও স্পেনের দুই কোচ এই দৌড়ে এগিয়ে আছেন।আপাতত কোচ ছাড়াই চ্যালেঞ্জ লিগের অনুশীলন শুরু করছে তারা। আগামী ১২ আগস্ট দোহায় সিরিয়ার আল কারামাহর বিপক্ষে কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ।

মোহামেডানে দুই মৌসুম খেলার আগে সানডে এর আগে ২০১১-২০২২ পর্যন্ত খেলেছেন ভিয়েতনাম, অস্ট্রিয়ান, পর্তুগিজ, জিব্রালটার, নাইজেরিয়া ও জর্ডানের মোট ১০টি ক্লাবে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মোহামেডানের সানডে এখন কিংসের

আপডেট সময় : ০৮:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

২৩ বছর পর মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছে। এর আগে তারা জেতে ফেডারেশন কাপের শিরোপা। যুগের পর যুগ শিরোপাখরায় ভোগা দেশের এই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটিকে এই দুটি শিরোপা জেতাতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই দুই বিদেশি হচ্ছেন মালি ফরোয়ার্ড ও দলের অধিনায়ক সুলেমান দিয়াবাতে এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। অথচ ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’রা কদিন আগে দিয়াবাতেকে ‘না’ করে দেয় (দিয়াবাতে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে যোগ দেন)! এবার একই ঘটনা ঘটেছে সানডের বেলাতেও! মোহামেডান ছেড়ে দিয়েছে তাকেও।

ইতোমধ্যেই সানডে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। ৩৩ বছর বয়সী ও ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অধিকারী সানডে আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে যোগ দিয়েছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব বসুন্ধরা কিংসে।

যদিও নতুন মৌসুমের জন্য কোচ এখনও নিয়োগ দেয়নি কিংস। ব্রাজিল ও স্পেনের দুই কোচ এই দৌড়ে এগিয়ে আছেন।আপাতত কোচ ছাড়াই চ্যালেঞ্জ লিগের অনুশীলন শুরু করছে তারা। আগামী ১২ আগস্ট দোহায় সিরিয়ার আল কারামাহর বিপক্ষে কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ।

মোহামেডানে দুই মৌসুম খেলার আগে সানডে এর আগে ২০১১-২০২২ পর্যন্ত খেলেছেন ভিয়েতনাম, অস্ট্রিয়ান, পর্তুগিজ, জিব্রালটার, নাইজেরিয়া ও জর্ডানের মোট ১০টি ক্লাবে।

আরকে/সবা