বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত বৃহ¯পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ স¤পাদক হাসান ইনাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। একই বিজ্ঞপ্তিতে নাটোর জেলা কমিটির কার্যক্রম স্থগিতের কথাও বলা হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর ও নাটোর জেলা শাখার আহবায়ক কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় উক্ত কমিটির সব ধরনের কার্যক্রম পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। এর আগে, গত বছরের ২৪ নভেম্বর ইমরান আহমেদকে আহবায়ক ও ডা. আশফাক আহমেদ জামিলকে সদস্য সচিব করে ১৫৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই দিনে ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহবায়ক ও রহমত আলীকে সদস্য সচিব করে ১১২ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়।
শিরোনাম
বৈছাআ রংপুর ও নাটোর জেলা শাখার আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৯:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- ।
- 171
জনপ্রিয় সংবাদ






















