০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ধর্ষণ মামলায় সাজা হওয়ায় বাদীকে কুপিয়ে জখম

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় শিশুধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত এক আসামির ১০ বছরের সাজা ঘোষণার পর মামলার বাদীকে কুপিয়ে জখম করেছে ধর্ষকের পরিবার। এ ঘটনায় বাদী আমির হোসেন সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ২৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বেলটিয়া জঙ্গলপাড়া ফকিরবাড়ি এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ধর্ষক কাওছারের বাবা শফিকুল ইসলাম (৫৫), মা কাকলি বেগম (৪৫) এবং কাওছার (২৮)। অভিযোগে বলা হয়, তারা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ বাদীর বাড়িতে ঢুকে গালিগালাজ করতে থাকেন। বাধা দিলে আমির হোসেনকে মাথায় দা দিয়ে কোপানো হয়, এতে তিনি গুরুতর আহত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা বাদী ও তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। তারা বাড়ি-ঘর ভাঙচুর, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াসহ নানা ধরনের হয়রানি করে যাচ্ছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

অন্যদিকে অভিযুক্ত শফিকুল ইসলাম দাবি করেন, বাদীপক্ষই তাদের বাড়িতে হামলা চালিয়েছে এবং ধস্তাধস্তিতে কেউ আহত হয়ে থাকতে পারে। তিনি জানান, ধর্ষণের ঘটনায় গ্রাম্য মীমাংসার চেষ্টা করেছিলেন এবং বাদীপক্ষ তার কাছ থেকে টাকা নিয়েছে বলেও অভিযোগ করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ধর্ষণ মামলায় সাজা হওয়ায় বাদীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় শিশুধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত এক আসামির ১০ বছরের সাজা ঘোষণার পর মামলার বাদীকে কুপিয়ে জখম করেছে ধর্ষকের পরিবার। এ ঘটনায় বাদী আমির হোসেন সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ২৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বেলটিয়া জঙ্গলপাড়া ফকিরবাড়ি এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ধর্ষক কাওছারের বাবা শফিকুল ইসলাম (৫৫), মা কাকলি বেগম (৪৫) এবং কাওছার (২৮)। অভিযোগে বলা হয়, তারা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ বাদীর বাড়িতে ঢুকে গালিগালাজ করতে থাকেন। বাধা দিলে আমির হোসেনকে মাথায় দা দিয়ে কোপানো হয়, এতে তিনি গুরুতর আহত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা বাদী ও তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। তারা বাড়ি-ঘর ভাঙচুর, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াসহ নানা ধরনের হয়রানি করে যাচ্ছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

অন্যদিকে অভিযুক্ত শফিকুল ইসলাম দাবি করেন, বাদীপক্ষই তাদের বাড়িতে হামলা চালিয়েছে এবং ধস্তাধস্তিতে কেউ আহত হয়ে থাকতে পারে। তিনি জানান, ধর্ষণের ঘটনায় গ্রাম্য মীমাংসার চেষ্টা করেছিলেন এবং বাদীপক্ষ তার কাছ থেকে টাকা নিয়েছে বলেও অভিযোগ করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা