ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিজে দগ্ধ হয়ে নিহত শিক্ষক মাহেরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিজিবি পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ ২৬ জুলাই (শনিবার) সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মাহেরিন চৌধুরীর পারিবারিক কবরস্থানে গিয়ে ফুলেল শ্রদ্ধা অর্পণ করে। এসময় তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিলে অংশ নেওয়া হয়।
রংপুর বর্ডার গার্ড স্কুলের শিক্ষার্থী আসিফ বলেন, “মাহেরিন ম্যাম আমাদের অনুপ্রেরণা। তার মতো শিক্ষকের কারণেই সমাজে এখনো মূল্যবোধ টিকে আছে। তিনি প্রমাণ করেছেন শিক্ষক শুধু পাঠদাতা নন, একজন প্রকৃত অভিভাবকও।”
ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাইফ বলেন, “আমাদের বাবা-মায়েরা যে ভরসায় আমাদের স্কুলে পাঠান, সেই বিশ্বাসকে মাহেরিন ম্যাম শতগুণ বাড়িয়ে দিয়েছেন। তিনি দেখিয়েছেন একজন শিক্ষক কীভাবে নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করতে পারেন।”
বিজিবি সেক্টর কমান্ডার গোলাম রব্বানী বলেন,
“৮০ শতাংশ দগ্ধ হওয়ার পরও মাহেরিন ম্যাম নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। তার মহান আত্মত্যাগ ও সাহসিকতা পুরো জাতিকে অনুপ্রাণিত করেছে। বিবেকের তাড়নায় বিজিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি।”
তিনি আরও জানান, পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে বিজিবি ও শিক্ষার্থীরা মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন।
এমআর/সবা






















