চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের গিয়াস হাওলাদারের কলেজ পড়ুয়া ছেলে এনামুল হাসান তন্ময়কে প্রেমিক দাবী করে বিয়ের দাবীতে অনশনে আছেন এক কিশোরী। কিশোরী বলছে হয়তো বিয়ে, নচেৎ এই বাড়িতেই হবে আমার মৃত্যু। গত ৪দিন যাবত অনশনরত কিশোরীর এমন হুমকিতে হতাশা বিরাজ করছে ছেলের পরিবারে। এ পরিস্থিতিতে পরিবারটি আজ শনিবার দুপুরে চরফ্যাশন থানা রোডস্থ হোটেল গোল্ডলিভে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ছেলের বাবা গিয়াস উদ্দিন হাওলাদার বলেন, মেয়েটি আমার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে বলে দাবী করছে কিন্তু আমার ছেলে তাকে চিনে না বলছে। আমি বিষয়টি থানায় জানালে পুলিশ তাকে আমার বাড়ি থেকে সরে যেতে বলেছে কিন্তু সে যাচ্ছে না।
ছেলের পিতা গিয়াস উদ্দিন হাওলাদার এবং মা জোছনা বেগম দাবী করেন, আমাদের ছেলে নির্দোষ। কু-চক্রি মহলের ইন্দনে আমাদেরকে অহেতুক ফাঁসাতে এই ষড়যন্ত্র চলছে। মেয়েটি আমার ছেলের এবং আমার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় আছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তন্ময়ের মা জোসনা বেগম উল্লেখ করেন, মেয়েটি খারাপ চরিত্রের, একাধিক ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে। এর প্রমাণ হিসাবে ৩টি ছেলের সঙ্গে ওই মেয়ের তোলা পৃথক পৃথক ছবি উপস্থাপন করেন তারা। তার অভিযোগ, মেয়েটি সুযোগ বুঝে বিভিন্ন ছেলেকে ফাঁসানো এবং টাকা কামাই করাই হলো তার নেশা। ছেলের বাবা গিয়াস উদ্দিন হাওলাদার বলেন, যদি আমার ছেলের সঙ্গে প্রেম বা ছবি থাকত তাহলে আমি বউ হিসাবে মেনে নিতাম। যেখানে এই মেয়ের সঙ্গে একাধিক ছেলের ছবি আছে সেহেতু আমি এই মেয়েকে বউ হিসাবে মেনে নিব না।
মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিলো স্বীকার করে এনামুল হাসান তন্ময় সংবাদ সম্মেলনে ভিডিও কলে সংবাদকর্মীদের বলেন, যখন দেখেছি একাধিক ছেলের সঙ্গে তার ছবি তখনি তার সঙ্গে যোগা যোগ বন্ধ করে দিয়েছি। মেয়েটির সঙ্গে আমার কোন শারিরীক সম্পর্ক হয়নি ডাক্তারী পরিক্ষায় প্রমান করতে পারলে উপযুক্ত শাস্তি ভোগ করবো বলেও বলেন তম্ময়।
এমআর/সবা






















