মানবিক ও অরাজনৈতিক সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (২৬ জুলাই) উদযাপন করা হয়েছে। রায়গঞ্জ উপজেলার সলঙ্গা কদমতলা মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগারে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটাসহ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল। সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা ও শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, সাংবাদিক সৈয়দ শামীম সিরাজী, অধ্যাপক মাহবুব জলিল কিরনসহ বিভিন্ন পেশাজীবী ও সমাজসেবীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সংগঠনটি দীর্ঘ ১১ বছর ধরে অসহায়দের সহায়তা, রক্তদান, শীতবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ, কন্যাদায়গ্রস্তদের অর্থসহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং সমাজ উন্নয়নে দেশ-বিদেশের দানবীরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এমআর/সবা






















