০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিচ্ছিন্ন বগি রেখেই এলো কক্সবাজার এক্সপ্রেস, রেল চলাচল বন্ধ

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে বিচ্ছিন্ন হওয়া গার্ড ব্রেক বগি রেখেই দুর্ঘটনাস্থল ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস। শনিবার (২৬ জুলাই) বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। গোমদণ্ডী স্টেশন অতিক্রমের পর ট্রেনের একদম শেষ বগির হুক ভেঙে যায়। এতে ট্রেন প্রায় ৩০ মিনিট সেখানে আটকে থাকে। পরে বিচ্ছিন্ন বগিটি রেখেই মূল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।প্রত্যক্ষদর্শী বোয়ালখালী উপজেলার স্থানীয় বাসিন্দা বাচ্চু বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ দেখতে পাই ট্রেন থেকে বগিটি আলাদা হয়ে যাচ্ছে। তখন আমি চিৎকার করি। সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হয়, মনে হয় একটা পাইপলাইন ছিঁড়ে গিয়েছিল। তবে কারও কোনো ক্ষতি হয়নি। বগিতে থাকা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গার্ড ব্রেক বগিতে ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা গার্ড ছাড়াও খাবারের ব্যবস্থা থাকে বলে জানান সংশ্লিষ্টরা।গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক বলেন, দুর্ঘটনার পর বগিটি রেখেই কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়। এখন উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরানোর প্রক্রিয়া চলছে।এই ঘটনায় চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী বিকেল ৩টা ১০ মিনিটের প্রবাল এক্সপ্রেস ট্রেন ছাড়তে পারেনি। বিকেল চারটায়ও ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে ছিল।চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, বগিটি লাইনে পড়ে থাকায় রেল চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার শেষ হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।”

জনপ্রিয় সংবাদ

বিচ্ছিন্ন বগি রেখেই এলো কক্সবাজার এক্সপ্রেস, রেল চলাচল বন্ধ

আপডেট সময় : ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে বিচ্ছিন্ন হওয়া গার্ড ব্রেক বগি রেখেই দুর্ঘটনাস্থল ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস। শনিবার (২৬ জুলাই) বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। গোমদণ্ডী স্টেশন অতিক্রমের পর ট্রেনের একদম শেষ বগির হুক ভেঙে যায়। এতে ট্রেন প্রায় ৩০ মিনিট সেখানে আটকে থাকে। পরে বিচ্ছিন্ন বগিটি রেখেই মূল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।প্রত্যক্ষদর্শী বোয়ালখালী উপজেলার স্থানীয় বাসিন্দা বাচ্চু বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ দেখতে পাই ট্রেন থেকে বগিটি আলাদা হয়ে যাচ্ছে। তখন আমি চিৎকার করি। সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হয়, মনে হয় একটা পাইপলাইন ছিঁড়ে গিয়েছিল। তবে কারও কোনো ক্ষতি হয়নি। বগিতে থাকা যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গার্ড ব্রেক বগিতে ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা গার্ড ছাড়াও খাবারের ব্যবস্থা থাকে বলে জানান সংশ্লিষ্টরা।গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক বলেন, দুর্ঘটনার পর বগিটি রেখেই কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়। এখন উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরানোর প্রক্রিয়া চলছে।এই ঘটনায় চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী বিকেল ৩টা ১০ মিনিটের প্রবাল এক্সপ্রেস ট্রেন ছাড়তে পারেনি। বিকেল চারটায়ও ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে ছিল।চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, বগিটি লাইনে পড়ে থাকায় রেল চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার শেষ হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।”