১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাভির পর এবার ভুয়া গার্দিওলার ই-মেইল!

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন করেছেন। তাদের নামে আবেদনপত্র পাওয়ার খবর নিশ্চিত করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও (এআইএফএফ)।

পরবর্তীতে যাচাই করতে গিয়ে গার্দিওলা ও জাভির আবেদনের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে এআইএফএফ। দুই স্প্যানিশ কোচের আবেদনপত্র ‘ভুয়া’ বলে চিহ্নিত করেছে ভারতের ফুটবল ফেডারেশন।

চলতি মাসের শুরুতে মানেলো মার্কুয়েজ ভারতের কোচের দায়িত্ব ছেড়ে দেন। এরপর নতুন কোচ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে এআইএফএফ। বৃহস্পতিবার ভারতীয় জাতীয় দলের একজন পরিচালক টাইমস অব ইন্ডিয়াকে জানান, যারা কোচ হতে আবেদন করেছেন, তাদের মধ্যে জাভি হার্নান্দেজও আছেন।

গার্দিওলা ৯ বছর ধরে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে কাজ করে আসছেন। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবটির সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি।

সিটির সঙ্গে চুক্তিতে থাকা গার্দিওলার ভারতের কোচ হতে চাওয়াটাই সন্দেহজনক। তিনি কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন বা সিটি ছাড়তে পারেন, সম্প্রতি এমন কোনো গুঞ্জনও শোনা যায়নি। এমন পরিস্থিতিতে গার্দিওলার ভারতের কোচ হতে চাওয়ার বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে এআইএফএফ।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

জাভির পর এবার ভুয়া গার্দিওলার ই-মেইল!

আপডেট সময় : ০৫:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন করেছেন। তাদের নামে আবেদনপত্র পাওয়ার খবর নিশ্চিত করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও (এআইএফএফ)।

পরবর্তীতে যাচাই করতে গিয়ে গার্দিওলা ও জাভির আবেদনের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে এআইএফএফ। দুই স্প্যানিশ কোচের আবেদনপত্র ‘ভুয়া’ বলে চিহ্নিত করেছে ভারতের ফুটবল ফেডারেশন।

চলতি মাসের শুরুতে মানেলো মার্কুয়েজ ভারতের কোচের দায়িত্ব ছেড়ে দেন। এরপর নতুন কোচ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে এআইএফএফ। বৃহস্পতিবার ভারতীয় জাতীয় দলের একজন পরিচালক টাইমস অব ইন্ডিয়াকে জানান, যারা কোচ হতে আবেদন করেছেন, তাদের মধ্যে জাভি হার্নান্দেজও আছেন।

গার্দিওলা ৯ বছর ধরে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে কাজ করে আসছেন। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবটির সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি।

সিটির সঙ্গে চুক্তিতে থাকা গার্দিওলার ভারতের কোচ হতে চাওয়াটাই সন্দেহজনক। তিনি কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন বা সিটি ছাড়তে পারেন, সম্প্রতি এমন কোনো গুঞ্জনও শোনা যায়নি। এমন পরিস্থিতিতে গার্দিওলার ভারতের কোচ হতে চাওয়ার বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে এআইএফএফ।

আরকে/সবা