চট্টগ্রামের হাটহাজারীর প্রবীণ আলেম, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সদস্য ও আমেলা সদস্য মাওলানা ইউনুস (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৭ জুলাই) দুপুর ১১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ধর্মীয় মহলসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
শোক প্রকাশ করে হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি ও মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী জসিম উদ্দিন বলেন, “সারা বাংলায় নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠায় তিনি ছিলেন আমার অন্যতম সহযোদ্ধা। জাতি হারাল এক শ্রেষ্ঠ সন্তান, আমরা হারালাম এক নিবেদিতপ্রাণ আলেম।”
বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ও আইনজীবী ফোরামের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা মাওলানা ইউনুসকে একজন বিচক্ষণ, সমাজ সচেতন আলেম ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন।
এছাড়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হাটহাজারী মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ বিভিন্ন মহল থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এমআর/সবা























