০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে সাবেক এমপি ও আ.লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, তাঁর দুই পুত্রসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতার বিরুদ্ধে মামলা করেছেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেন।

গত শুক্রবার (২৫ জুলাই) দায়ের করা এ মামলায় আরও ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যাতে বহু কর্মী আহত হন।

সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সাবেক এমপি ও আ.লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

জামালপুরে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, তাঁর দুই পুত্রসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতার বিরুদ্ধে মামলা করেছেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইকবাল হোসেন।

গত শুক্রবার (২৫ জুলাই) দায়ের করা এ মামলায় আরও ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যাতে বহু কর্মী আহত হন।

সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা