ফেনীতে বাসার গ্রীলকেটে ১০ ভরি স্বর্ণলংকার ও নগদ ৫০ হাজার টাকা সহ মূল্যবান জিনিস পত্র চুরি হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাতে ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের ছিদ্দিকুর রহমান পাটোয়ারী বাড়ীর নিলয়ের ঘরে এই ঘটনা ঘটেছে।
সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ীতে কারো উপস্থিত নেই টের পেয়ে চোরার দল রান্নাঘর বেয়ে ও জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় চোরার দল রুমের দরজা ভেঙ্গে, আলমিরা, শোকেসের তালা কেটে ঘরে থাকা বিভিন্ন ধরনের ১০ ভরি স্বর্ণের গহনা, নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ ঘরের মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। রাত ২ টায় দিকে নিলয় ঘরে প্রবেশ করতে গিয়ে দেখেন ঘরের দরজা, জানালা ভাঙ্গা, আলমিরা, শোকেস খোলা, কাপড় সহ অন্যাআন্য জিনিস পত্র এলোমেলো পড়ে রয়েছে।
নিলয় কিবরিয়া জানান, আমরা পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগদিতে গিয়ে রাতে ফেনীর বাহিরে ছিলাম।
খবর পেয়ে ফেনী মড়েল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিলয় কিবরিয়া বাদী হয়ে ফেনী মড়েল থানায় অজ্ঞাত ৪ ব্যাক্তিকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অপর দিকে ২৬ জুলাই রাতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের তুষার কান্তি বসাকের দোকানে তালা কেটে দোকানে মুল্যবান মালামাল সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
ফেনী মড়েল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে জড়িতদের সনাক্ত করনের চেষ্টা চলছে।
এমআর/সবা






















