২৮ জুলাই, সোমবার আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে লালমনিরহাট রেলস্টেশনে রেল দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, লালমনি এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর লালমনিরহাটে পৌঁছায়। স্টেশনে প্রবেশের পর ট্রেনটিকে ওয়াশফিটে নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঠিক তখনই বুড়িমারী থেকে ছেড়ে আসা ৬৬ নম্বর কমিউটার ট্রেন লালমনিরহাটে প্রবেশ করে এবং লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সময় ট্রেনের শান্টিং চলছিল। শান্টিং চলাকালে সিগন্যাল অনুযায়ী কোনো ট্রেন স্টেশনে প্রবেশের অনুমতি থাকে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এমআর/সবা






















