বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)’ গঠনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কক্সবাজারে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘মহেশখালী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে এ সমাবেশে অংশ নেয় মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের তরুণ-তরুণী ও নাগরিক সমাজ।
বক্তারা বলেন, সরকারের প্রস্তাবিত মিডা প্রকল্প মহেশখালীর প্রাকৃতিক ভারসাম্য, পরিবেশ, জীবন-জীবিকা ও প্রজন্মান্তরের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি। স্থানীয়দের মতামত না নিয়ে উন্নয়নের নামে এই প্রকল্প চাপিয়ে দেওয়া হচ্ছে।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মকবুল আহমেদ, পরিবেশ সংগঠক ইলিয়াছ মিয়া, আন্দোলনের সংগঠক আব্দুল মান্নান রানা, রুহুল আমিন, আবদু রশিদ মানিকসহ আরও অনেকে।
তারা বলেন, মহেশখালী কৃষি, মৎস্য, লবণ ও পানচাষনির্ভর এলাকা। মিডা বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়বে, কর্পোরেট স্বার্থে ভূমি দখলের সুযোগ তৈরি হবে।
বক্তারা অবিলম্বে মিডা প্রকল্প বাতিলের দাবি জানান এবং জনগণের ভূমি ও জীবিকা রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে উপস্থিত সকলে “মিডা বাতিল কর”, “ভূমি রক্ষা কর”, “কর্পোরেট নয়, মানুষের উন্নয়ন চাই” ইত্যাদি শ্লোগানে মুখর করে তোলেন পরিবেশ।
এমআর/সবা






















