জজ ভূঁঞা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালের লাইনআপ অনেকটাই চূড়ান্ত।
আজ (২৯ জুলাই) পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের বিভাগে সেমিফাইনাল খেলায় শেষে ফাইনালে উঠেছেন ২৪ জন। সেমিফাইনালে ৪৮ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর জান্নাতুল ফেরদৌস আবুল মাহমুদা বক্সিংয়ের পাপড়িকে এবং আনসারের তানজিলা গোপালগঞ্জের সালমা আক্তারকে হারিয়েছেন।
৫০ কেজিতে সেনাবাহিনীর কায়মা খাতুন ইউনাইটেড বরিশাল বক্সিং ক্লাবের জান্নাতুল ফেরদৌসকে ও আনসারের রহিমা খিলগাঁও প্রগতি সংঘের বিথী আক্তার নূরকে হারান।
৫২ কেজিতে যুক্তরাষ্ট্র প্রবাসী ও নরসিংদীর গুডউইল ক্লাবের জিনাত ফেরদৌস সেনাবাহিনীর আসিয়া খাতুনকে এবং আনসারের আফরা খন্দকার তূর্য বক্সিং ক্লাবের সেজুতি ইসলামকে হারান।
৫৪ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর সীমা পুলিশের আখি আক্তারকে এবং আনসারের অন্তরা আক্তার বৃষ্টি গোড়ান মৌত্রি সংঘের সাদিয়াকে হারিয়েছেন।
৫৭ কেজিতে আনসারের শামীমা আক্তার পুলিশের তানজিনা নৌরিনকে এবং সেনাবাহিনীর বৃষ্টি খাতুন যশোরের রাবেয়া খাতুনকে হারিয়েছেন।
৬০ কেজি ওজন শ্রেণীতে আনসারের সাকি আক্তার যশোরের শিল্পী খাতুনকে এবং সেনাবাহিনীর নৌশিন তাসনিম আমজাদ আলী বক্সিং ক্লাবের শোশিলা মূর্মূকে পরাজিত করেন।
পুরুষদের সেমিফাইনালে ৪৮ কেজিতে সেনাবাহিনীর অনিক হাওলাদার গুডওয়েল বক্সিং ক্লাবের মেহেদী হাসান মিমকে এবং আনসারের লিমন রাজশাহীর সারওয়ার জাহানকে পরাজিত করেন।
৫১ কেজিতে রাজশাহীর রাসেল কবির ঢাকার শাওন ইমরোজকে এবং সেনাবাহিনীর আরিফুল ইসলাম রাজশাহীর শফিকুল ইসলামকে হারিয়েছেন।
৫৪ কেজিতে আনসারের উৎসব আহমেদ হিরোজ স্পোর্টিং ক্লাবের মনির হোসেনকে এবং সেনাবাহিনীর রাকিব হোসেন যশোরের আবদুর রহিমকে হারান।
৫৭ কেজিতে সেনাবাহিনীর রুহিন রেজা খিলগাঁও প্রগতি সংঘের হোসেন আলীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
কাল বুধবার সকাল থেকেই ফাইনাল খেলা শুরু হবে।
আরকে/সবা


























