গুরুতর দগ্ধ রোগীদের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এখানে প্রথমবারের মতো চালু হয়েছে ‘স্কিন ব্যাংক’। যা দগ্ধদের জন্য জীবন রক্ষাকারী এক বড় উদ্যোগ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কারিগরি সহায়তায় এটি চলতি বছরের ৯ জানুয়ারী উদ্বোধন করা হয়েছিল।
স্কিন ব্যাংক কী?
স্কিন ব্যাংক হলো এমন একটি জায়গা, যেখানে সুস্থ মানুষের শরীর থেকে সংগ্রহ করা চামড়া সংরক্ষণ করা হয়। যেমন ব্লাড ব্যাংকে রক্ত রাখা হয়।
কেন দরকার স্কিন ব্যাংক?
গুরুতর দগ্ধ হলে শরীর থেকে পানি, লবণ ও তাপ বেরিয়ে যায়। অনেক সময় শরীরের অন্য অংশ থেকেও চামড়া নেওয়া যায় না।
তখন স্কিন ব্যাংকে থাকা দাতার চামড়া ব্যবহার করে রোগীকে বাঁচানো হয়। এতে রোগীর মৃত্যুর ঝুঁকি কমে এবং নতুন চামড়া দ্রুত তৈরি হয়।
কে চামড়া দান করতে পারে?
– একজন সুস্থ মানুষ একাধিকবার চামড়া দান করতে পারেন।
– এটি পুরোপুরি নিরাপদ এবং দাতার দেহে ১৪ দিনের মধ্যে আবার নতুন চামড়া গজায়।
– এমনকি মৃতদেহ থেকেও মৃত্যুর ৬–১০ ঘণ্টার মধ্যে চামড়া নিয়ে সংরক্ষণ করা যায়।
বিশেষজ্ঞদের মতে, স্কিন ব্যাংক দগ্ধ রোগীদের জীবনে ফিরে আসার পথে একটি বড় আশার আলো। যদি আরো বেশি মানুষ চামড়া দান করেন, তাহলে অনেকের জীবন বাঁচানো সম্ভব হবে।
এমআর/সবা


























