১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নান্দাইলে মাদক ব্যবসায়ী সোহেল মিয়া ও তার গ্যাং-এর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কিসমত কচুরী ঈদগাহ মাঠের সামনে সিংরইল ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, সোহেল মিয়া ও তার ভাই বিল্লালের নেতৃত্বে এলাকায় মাদক বিক্রির একটি শক্ত ঘাঁটি গড়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান সত্ত্বেও তারা জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন। এতে এলাকার তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, সোহেল মিয়া সন্ত্রাসীভাবে এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করে মাদক ব্যবসা চালাচ্ছেন। ঢাকায় বিএনপির রাজনীতিতে জড়িত থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেকে নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পারভেজ আহমেদ জামিন, ইখলাস উদ্দিন, মুরাদ মিয়া, তানভীর হক, সুজন মিয়া, রুবেল মিয়া, আলিম উদ্দিনসহ আরও অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে সোহেল মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। তার পিতা আব্দুল হেলিম জানান, “আমার ছেলে শুধুমাত্র এলাকার জুয়া ও অন্যায়ের প্রতিবাদ করেছে, তাই এ ধরনের অভিযোগ এসেছে।”

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন বলেন, খোঁজখবর নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী

নান্দাইলে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৫:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

নান্দাইলে মাদক ব্যবসায়ী সোহেল মিয়া ও তার গ্যাং-এর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কিসমত কচুরী ঈদগাহ মাঠের সামনে সিংরইল ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, সোহেল মিয়া ও তার ভাই বিল্লালের নেতৃত্বে এলাকায় মাদক বিক্রির একটি শক্ত ঘাঁটি গড়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান সত্ত্বেও তারা জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন। এতে এলাকার তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, সোহেল মিয়া সন্ত্রাসীভাবে এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করে মাদক ব্যবসা চালাচ্ছেন। ঢাকায় বিএনপির রাজনীতিতে জড়িত থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেকে নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পারভেজ আহমেদ জামিন, ইখলাস উদ্দিন, মুরাদ মিয়া, তানভীর হক, সুজন মিয়া, রুবেল মিয়া, আলিম উদ্দিনসহ আরও অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে সোহেল মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। তার পিতা আব্দুল হেলিম জানান, “আমার ছেলে শুধুমাত্র এলাকার জুয়া ও অন্যায়ের প্রতিবাদ করেছে, তাই এ ধরনের অভিযোগ এসেছে।”

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন বলেন, খোঁজখবর নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।