তিন ধাপে আবেদন, ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর; জেনে নিন আবেদন থেকে ভর্তি পর্যন্ত সব ধাপের বিস্তারিত
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আজ (৩০ জুলাই) থেকে শুরু হয়েছে। সকাল থেকেই অনলাইনে আবেদন করছেন এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য এবারও তিন ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশনের প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চালু হবে। ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অনলাইনে আবেদন পদ্ধতি
শিক্ষার্থীদের www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে পারবেন। আবেদন করা কলেজগুলোর মধ্যে পছন্দ, মেধা ও কোটা অনুযায়ী একটি কলেজে ভর্তির প্রাথমিক মনোনয়ন পাবেন।

নির্বাচনের পর নিশ্চায়ন ও মাইগ্রেশন
প্রাথমিকভাবে নির্বাচিত হলে ৩৩৫ টাকা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন করা শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে দুটি মাইগ্রেশন চালু থাকবে। পছন্দক্রমের উপরের দিকে থাকা কলেজে সিট খালি থাকলে সেখানেই স্থানান্তর হবে।
গ্রুপ নির্বাচন কীভাবে করবেন?
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – যেকোনো গ্রুপে আবেদন করতে পারবেন।
মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবেন।
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা মানবিক বা ব্যবসায় শিক্ষা গ্রুপে আবেদন করতে পারবেন।
মাদরাসা ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে পারবেন।

আবেদন ও ভর্তি সিডিউল (২০২৫-২৬)
ধাপ তারিখ
১ম ধাপে আবেদন ৩০ জুলাই – ১১ আগস্ট
আবেদন যাচাই-বাছাই ১২ আগস্ট
চ্যালেঞ্জ ফলাফলের জন্য আবেদন ১৩–১৪ আগস্ট
পছন্দক্রম সংশোধন ১৫ আগস্ট
ফল প্রকাশ (১ম ধাপ) ২০ আগস্ট, রাত ৮টা
নিশ্চায়ন (১ম ধাপ) ২২ আগস্ট
১ম মাইগ্রেশন ও ২য় ধাপের ফল ২৮ আগস্ট
নিশ্চায়ন (২য় ধাপ) ২৯–৩০ আগস্ট
৩য় ধাপে আবেদন ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর
২য় মাইগ্রেশন ও ৩য় ধাপের ফল ৩ সেপ্টেম্বর
নিশ্চায়ন (৩য় ধাপ) ৪ সেপ্টেম্বর
সর্বশেষ মাইগ্রেশন ফল ৫ সেপ্টেম্বর
চূড়ান্ত ভর্তি ৭–১৪ সেপ্টেম্বর
ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর

ভর্তি ফি কত লাগবে?
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি (সেশন চার্জসহ)
ঢাকা মহানগর: বাংলা ও ইংরেজি ভার্সনে ৫০০০ টাকা
অন্যান্য মহানগর: ৩০০০ টাকা
জেলা শহর: ২০০০ টাকা
উপজেলা ও মফস্বল: ১৫০০ টাকা
নন-এমপিও প্রতিষ্ঠান (বাংলা ভার্সন)
ঢাকা মহানগর: ৭৫০০ টাকা
অন্যান্য মহানগর: ৫০০০ টাকা
জেলা শহর: ৩০০০ টাকা
উপজেলা ও মফস্বল: ২৫০০ টাকা
রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য চার্জ (সব প্রতিষ্ঠানে সমান)
খাত পরিমাণ (টাকা)
রেজিস্ট্রেশন ফি ১৪২
ক্রীড়া, রোভার, রেড ক্রিসেন্ট ইত্যাদি ৯৩
শিক্ষক কল্যাণ ও অবসর ভাতা ১০০
বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭
বিএনসিসি ফি ৫
মোট ৩৩৫ টাকা

ভর্তির জন্য যোগ্যতা
বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পাশ করতে হবে।
বিদেশি বোর্ডের ক্ষেত্রে ঢাকা বোর্ডে সনদের মান নির্ধারণ করতে হবে।
কোনো ভর্তি পরীক্ষা হবে না, শুধুমাত্র এসএসসি ফলাফলের ভিত্তিতে ভর্তি হবে।
আসন আছে প্রচুর, তবু সাবধান
চলতি বছর প্রায় ১৩ লাখ ৩ হাজার শিক্ষার্থী এসএসসি পাস করেছে। অথচ সারাদেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় সাড়ে ৩৩ লাখ। অর্থাৎ, ২০ লাখের বেশি আসন খালি থাকবে। তারপরও শিক্ষার্থীদের মধ্যে হাতে গোনা কয়েকটি কলেজে ভর্তি হওয়ার প্রতিযোগিতা দেখা যায়।

বোর্ডে সরাসরি আবেদন করতে পারবেন কারা?
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, যেমন—
প্রবাসী সন্তানেরা
বিকেএসপির কৃতি শিক্ষার্থী
জাতীয় বা বিভাগীয় পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কারপ্রাপ্ত
এই শিক্ষার্থীরা সরাসরি বোর্ডে প্রমাণপত্রসহ ম্যানুয়ালি আবেদন করতে পারবেন।
বোর্ড কী বলছে?
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন,
“সিটের কোনো সমস্যা হবে না। তবে অনেক শিক্ষার্থী ভালো কলেজ পেতে মরিয়া হয়। আবার কিছু কলেজে পড়াশোনার মান ভালো না হওয়ায় শিক্ষার্থীরা এড়িয়ে চলে। আমরা চেষ্টা করছি সব কলেজে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে। প্রয়োজনে দুর্বল কলেজের অনুমোদন বাতিল করা হবে।”
শিক্ষাবিষয়ক প্রতিবেদন
সম্পাদনা: মোস্তাফিজুর রহমান


























