০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে পারোকে জেতালেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা চাকমার শেষ মিনিটের গোলে থিম্পু সিটিকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে পারো এফসি। আজ ভুটান নারী জাতীয় লিগে পারোর শুরুর একাদশে ছিলেন ঋতুপর্ণা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা। পরে বদলি হিসেবে নামেন সাবিনা খাতুন। অন্য দিকে থিম্পুর শুরুর একাদশে ছিলেন মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।

পারোর উচু স্পোর্টস অ্যারেনায় বৃষ্টিভেজা মাঠে প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই এগিয়ে যায় পারো। সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে হেডারে জাল খুঁজে নেন শ্যারন ফুং। ৬৫ মিনিটে থিম্পুকে সমতায় নিয়ে আসেন সামসুন্নাহার সিনিয়র। ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁ পায়ের ফ্রিকিক জাল খুঁজে নেয় পারো এফসির।

১-১ গোলের সমতায় শেষের দিকে এগোচ্ছিলো ম্যাচ। কিন্তু ৮৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সাবিনার থ্রু পাস ধরে একাই এগিয়ে যান ঋতুপর্ণা। দুই ডিফেন্ডারকে পরাস্ত করার পর সামনে থাকা একমাত্র গোলরক্ষককেও বোকা বানান। তাতে আবারও ম্যাচে লিড পায় পারো। শেষ পর্যন্ত ঋতুর এই গোলেই থিম্পুকে হারায় পারো।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে পারোকে জেতালেন ঋতুপর্ণা

আপডেট সময় : ০৮:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ঋতুপর্ণা চাকমার শেষ মিনিটের গোলে থিম্পু সিটিকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে পারো এফসি। আজ ভুটান নারী জাতীয় লিগে পারোর শুরুর একাদশে ছিলেন ঋতুপর্ণা, মনিকা চাকমা ও সুমাইয়া মাতসুশিমা। পরে বদলি হিসেবে নামেন সাবিনা খাতুন। অন্য দিকে থিম্পুর শুরুর একাদশে ছিলেন মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।

পারোর উচু স্পোর্টস অ্যারেনায় বৃষ্টিভেজা মাঠে প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই এগিয়ে যায় পারো। সাবিনা খাতুনের নেওয়া কর্নার থেকে হেডারে জাল খুঁজে নেন শ্যারন ফুং। ৬৫ মিনিটে থিম্পুকে সমতায় নিয়ে আসেন সামসুন্নাহার সিনিয়র। ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁ পায়ের ফ্রিকিক জাল খুঁজে নেয় পারো এফসির।

১-১ গোলের সমতায় শেষের দিকে এগোচ্ছিলো ম্যাচ। কিন্তু ৮৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সাবিনার থ্রু পাস ধরে একাই এগিয়ে যান ঋতুপর্ণা। দুই ডিফেন্ডারকে পরাস্ত করার পর সামনে থাকা একমাত্র গোলরক্ষককেও বোকা বানান। তাতে আবারও ম্যাচে লিড পায় পারো। শেষ পর্যন্ত ঋতুর এই গোলেই থিম্পুকে হারায় পারো।

আরকে/সবা