শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরম্যান্স বেজড গ্রান্ডস সেকেন্ডারী ইনস্টিটিউশন স্কিম এসইডিপি’ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।
বুধবার (৩০ই জুলাই) উপজেলা পরিষদ হলরুমে কৃতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ করেন ষ্টোংদেনিং রিডিং হ্যাবিট এন্ড রিডিং স্কিলস অ্যা মং সেকেন্ডারী ষ্টুডেন্ট স্কিমের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ঢাকা উপ-পরিচালক মাহাবুবা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন, শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার অন্তর্গত বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বৃন্দ,অভিভাবকবৃন্দ, মেধাবী কৃতি শিক্ষার্থীগণ। আলোচনা শেষে প্রধান অতিথি ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ জন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
এমআর/সবা





















