খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করলে প্রথম পর্যায়ে তার প্রার্থিতা বাতিল হয়।খাগড়াছড়ি একটিমাত্র আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬ জন নির্বাচন কমিশনে আপিল করেন। সমীরণ দেওয়ান আপিল করলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের শুনানি শেষে তার প্রার্থিতা বহাল রাখা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সমীরণ দেওয়ান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা থেকে দৈবচয়ন পদ্ধতিতে যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা দুইজনের তথ্য ব্যতিক্রম হিসেবে চিহ্নিত করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।
আপিলকারীদের মধ্যে ইতোমধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রওয়াজা, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং সমীরণ দেওয়ান তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত ১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
শু/সবা
























