চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার শতবর্ষী কবরস্থান ধসে পড়ার মুখে পড়ায় সংস্কার কাজ শুরু করেছে এলাকাবাসী। কবরস্থানটি রক্ষায় স্থানীয় বিএনপি নেতা ও ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদারের উদ্যোগে ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর দিকনির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে কবরস্থানের পাশের পুকুরের পানিতে মাটি ধসে গিয়ে প্রায় সাড়ে চার শতক জমি বিলীন হয়ে যায়। এতে কবরস্থানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। এরপর এলাকাবাসীর সহযোগিতায় গাইড ওয়াল নির্মাণসহ সংস্কার কাজ শুরু হয়। ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় ১১ লাখ টাকা, যদিও সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে প্রয়োজন হবে প্রায় ২০ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মো. মোস্তফা সর্দার জানান, এ কবরস্থানে শুধু এলাকার মানুষই নয়, বেওয়ারিশ লাশও দাফন করা হয়। কবরস্থান রক্ষায় দিদারুল আলম দিদারের নেতৃত্বে কাজ শুরুর প্রশংসা করেন তিনি।
মসজিদ কমিটির সদস্য মো. বদরৌদ্দোজা বলেন, সরকারি অনুদান না পেয়ে আপাতত গ্রামবাসীর চাঁদায় কাজ চালানো হচ্ছে। তবে সরকারি সহায়তা পেলে কাজটি দ্রুত শেষ করা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এলাকাবাসী কবরস্থান রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।























