বিপিএলের ঢাকা পর্বে শনিবারের ম্যাচটি রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের জন্য ছিল গুরুত্বপূর্ণ। হারলে ঢাকার বিদায় ঘণ্টা বেজে যাওয়া নিশ্চিত ছিল। অন্যদিকে রংপুর রাইডার্স জিতলেই শেষ চার নিশ্চিত এমন সমীকরণে ১১ রানের জয় পেয়েছে লিটন দাসের দল। চতুর্থ দল হিসেবে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে তারা।
মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে রংপুর ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ তোলে। ওপেনিংয়ে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান ও বাংলাদেশের তাওহীদ হৃদয় ১৪.১ ওভারে ১২৬ রান যোগ করে। একের পর এক ক্যাচ মিস করে রংপুরকে বড় রানের ভিত্তি গড়তে সহায়তা করে ঢাকা।
আউট হওয়ার আগে মালান ৪৯ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। আটটি চার এবং চারটি ছক্কার শট খেলেন তিনি। হৃদয় ৪৬ বলে ৬২ রান যোগ করেন। পাঁচটি চার এবং চারটি ওভার বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। তিনে নামা কাইল মায়ার্স ১৬ বলে ২৪ রান যোগ করেন। পাঁচে ব্যাটে নেমে রংপুরের নতুন অধিনাযক লিটন গোল্ডেন ডাক মারেন।
জবাব দিতে নেমে ঢাকা ৫৩ রানে শুরুর চার ব্যাটারকে হারায়। আব্দুল্লাহ আল মামুন (০), সাইফ হাসান (১২) ও সাব্বির রহমান (৮) ব্যর্থ হন। পাকিস্তানি ওপেনার উসমান খান ৩১ রান যোগ করেন। তার ১৮ বলের ইনিংসে পাঁচটি ছক্কা ও একটি চারের শট ছিল। সেখান থেকে মোহাম্মদ মিঠুন ২৯ বলে ২৫ রানের ইনিংস খেলেন। ঢাকার হারের ব্যবধান ছোট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ২০ বলে ৫৮ রান করেন। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কা ও চারটি চারের শট আসে।
রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। গতিময় পেসার ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ফাহিম আশরাফ নেন ২ উইকেট। এর আগে ঢাকার সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। রংপুরসহ শেষ চার নিশ্চিত করেছে যথাক্রমে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স।
এমআর/সবা

























