১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে নিহত শহিদ ফরহাদের মৃত্যুবার্ষিকীতে চবি শিবিরের দোয়া মাহফিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মো. ফরহাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে চবির শহিদ ফরহাদ হোসেন হল শাখা ছাত্রশিবির।

সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলের সভা কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হল শাখা শিবিরের সভাপতি শরিফুল ইসলাম আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী। এছাড়া, শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আজকের এ দিনে চবির মেধাবী শিক্ষার্থী, আমাদের সকলের প্রিয় মো. ফরহাদ হোসেন আন্দোলনে গিয়ে শহিদ হন। আন্দোলনে যাওয়ার আগে তিনি তার ভাইকে বলেছিলেন- ‘চলেন ভাই, শহিদ হয়ে আসি’; পরে আসলেই তিনি শহিদ হলেন। শহিদ ফরহাদের মতো সকল শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য।”

হল শাখা সভাপতি শরিফুল ইসলাম বলেন, “শহিদ মো. ফরহাদ হোসেন ভাই শহিদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলেন জুলাই বিপ্লবের কঠিন মুহূর্তের আজকের এই দিনে৷ তার ও তার মতো সহস্রাধিক জনতার শাহাদাত আমাদের দিয়েছে নতুন বাংলাদেশ। আমরা পেয়েছি মিথ্যাকে মিথ্যা, অন্যায়কে অন্যায় বলার স্বাধীনতা।”

তিনি বলেন, “চবির হলগুলোতে আজ আমরা স্বাধীনভাবে মেধার ভিত্তিতে হলে থাকছি, যেগুলো গতবছরও ছাত্রলীগের সন্ত্রাসীদের দখলে ছিল বেআইনিভাবে। শহিদ হৃদয় চন্দ্র তড়ুয়া ও ফরহাদ হোসেন আমাদের চবিকে গর্বিত করেছে জুলাই বিপ্লবে আত্মত্যাগের মাধ্যমে। শহিদদের আকাঙ্খার আলোকেই বিনির্মাণ হোক বাংলাদেশ।”

গত বছরের ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের হামলায় নিহত হন শহীদ ফরহাদ হোসেন। তিনি চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নতুন মূল্যায়ন পদ্ধতি প্রাথমিক শিক্ষাঙ্গনে অস্থিরতার শঙ্কা

জুলাই আন্দোলনে নিহত শহিদ ফরহাদের মৃত্যুবার্ষিকীতে চবি শিবিরের দোয়া মাহফিল

আপডেট সময় : ০৯:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মো. ফরহাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে চবির শহিদ ফরহাদ হোসেন হল শাখা ছাত্রশিবির।

সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলের সভা কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হল শাখা শিবিরের সভাপতি শরিফুল ইসলাম আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী। এছাড়া, শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আজকের এ দিনে চবির মেধাবী শিক্ষার্থী, আমাদের সকলের প্রিয় মো. ফরহাদ হোসেন আন্দোলনে গিয়ে শহিদ হন। আন্দোলনে যাওয়ার আগে তিনি তার ভাইকে বলেছিলেন- ‘চলেন ভাই, শহিদ হয়ে আসি’; পরে আসলেই তিনি শহিদ হলেন। শহিদ ফরহাদের মতো সকল শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য।”

হল শাখা সভাপতি শরিফুল ইসলাম বলেন, “শহিদ মো. ফরহাদ হোসেন ভাই শহিদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলেন জুলাই বিপ্লবের কঠিন মুহূর্তের আজকের এই দিনে৷ তার ও তার মতো সহস্রাধিক জনতার শাহাদাত আমাদের দিয়েছে নতুন বাংলাদেশ। আমরা পেয়েছি মিথ্যাকে মিথ্যা, অন্যায়কে অন্যায় বলার স্বাধীনতা।”

তিনি বলেন, “চবির হলগুলোতে আজ আমরা স্বাধীনভাবে মেধার ভিত্তিতে হলে থাকছি, যেগুলো গতবছরও ছাত্রলীগের সন্ত্রাসীদের দখলে ছিল বেআইনিভাবে। শহিদ হৃদয় চন্দ্র তড়ুয়া ও ফরহাদ হোসেন আমাদের চবিকে গর্বিত করেছে জুলাই বিপ্লবে আত্মত্যাগের মাধ্যমে। শহিদদের আকাঙ্খার আলোকেই বিনির্মাণ হোক বাংলাদেশ।”

গত বছরের ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের হামলায় নিহত হন শহীদ ফরহাদ হোসেন। তিনি চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।