০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই ৫ জুলাই (মঙ্গলবার) সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ মাহফুজ আলম শ্রাবনের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শহীদ মাফুজের বাবা-মাসহ স্বজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে জেলা কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রাবণের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী জেলার সকল শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান, আলোচনা সভা, জেলায় সংঘটিত জুলাই-আগস্টের আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা, জয়ের গল্প শোনা, স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন প্রতিযোগিতা, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই ভাবে জেলার ১১টি উপজেলা প্রশাসন দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

আপডেট সময় : ০৩:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই ৫ জুলাই (মঙ্গলবার) সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ মাহফুজ আলম শ্রাবনের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শহীদ মাফুজের বাবা-মাসহ স্বজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে জেলা কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রাবণের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী জেলার সকল শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান, আলোচনা সভা, জেলায় সংঘটিত জুলাই-আগস্টের আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা, জয়ের গল্প শোনা, স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন প্রতিযোগিতা, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই ভাবে জেলার ১১টি উপজেলা প্রশাসন দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

এমআর/সবা