রাঙামাটির রাজস্থলী উপজেলার ছাইংখং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে নির্মাণ কাজে নিয়োজিত রাজমিস্ত্রিকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ছাড়া ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের সঙ্গেও তিনি চরম অশোভন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী রাজমিস্ত্রি রোহেল মিয়া জানান, বিদ্যালয়ের ওয়াস ব্লকের নির্মাণ কাজে বাধা দিয়ে প্রধান শিক্ষক মোবাইলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় বিদ্যালয় বন্ধ থাকার সময় কাজ করতে গেলে তাকে মারধর করা হয়।
ঘটনার পর গত ৫ আগস্ট উপজেলা প্রশাসন, সেনা ক্যাম্প, থানা ও শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে শোকজ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, এর আগেও সুরেশ তঞ্চঙ্গ্যা একাধিকবার বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু প্রভাবশালীদের সহায়তায় বারবার রক্ষা পেয়েছেন।
ঘটনার খবর পেয়ে রাজস্থলী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গেলে প্রধান শিক্ষক তাদের প্রতিও অশোভন আচরণ করেন। বিষয়টি সাংবাদিকরা উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে জানান।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসীর দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা থামবে না।
এমআর/সবা




















