দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার জিএম অপারেশন ফজলুল হক। এর আগে টানা ২৩ মাস ৯ দিন বন্ধ থাকার পর ২৩ ডিসেম্বর উৎপাদন শুরু হয়। চালু হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, গত ৬ জানুয়ারি বিকেল থেকে কারখানার একটি প্লান্টে ইন্টারনাল ও যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়েছিল। যান্ত্রিক ত্রুটি মেরামত করে আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রাখে।
শু/সবা

























