০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বুটেক্সে রাজনীতিমুক্ত বর্ষপূর্তিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) রাজনীতিমুক্ত হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীরা আনন্দ মিছিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং মিষ্টি বিতরণের আয়োজন করে। শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।

আলোচনা সভায় শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরিচালক ড. মশিউর রহমান খান, সহযোগী অধ্যাপক ড. সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক ইহসান ইলাহি সাবিক প্রমুখ। তাঁরা সবাই রাজনীতি অনুপ্রবেশ রোধে প্রশাসন ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ছাত্রদের বক্তব্যে উঠে আসে অতীতে ছাত্ররাজনীতির নামে দখল, নির্যাতন ও শোষণের কথা এবং বর্তমানে বাইরের গোষ্ঠীর রাজনীতি ঢোকানোর অপচেষ্টা নিয়ে উদ্বেগ। অনেক শিক্ষার্থী একটি টেকসু বা প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান।

একজন শিক্ষার্থী প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারীর পক্ষপাতদুষ্ট অবস্থান ও রাজনীতির সম্পৃক্ততা নিয়ে হতাশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বছর ৮ আগস্ট বুটেক্সে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সিন্ডিকেট সভা।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম-১ (মিরসরাই): তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

বুটেক্সে রাজনীতিমুক্ত বর্ষপূর্তিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৮:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) রাজনীতিমুক্ত হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীরা আনন্দ মিছিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং মিষ্টি বিতরণের আয়োজন করে। শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।

আলোচনা সভায় শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরিচালক ড. মশিউর রহমান খান, সহযোগী অধ্যাপক ড. সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক ইহসান ইলাহি সাবিক প্রমুখ। তাঁরা সবাই রাজনীতি অনুপ্রবেশ রোধে প্রশাসন ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ছাত্রদের বক্তব্যে উঠে আসে অতীতে ছাত্ররাজনীতির নামে দখল, নির্যাতন ও শোষণের কথা এবং বর্তমানে বাইরের গোষ্ঠীর রাজনীতি ঢোকানোর অপচেষ্টা নিয়ে উদ্বেগ। অনেক শিক্ষার্থী একটি টেকসু বা প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান।

একজন শিক্ষার্থী প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারীর পক্ষপাতদুষ্ট অবস্থান ও রাজনীতির সম্পৃক্ততা নিয়ে হতাশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বছর ৮ আগস্ট বুটেক্সে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সিন্ডিকেট সভা।