উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হবে। রবিবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য ২৭ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে আহবায়ক হিসেবে মোঃ রিপন মিয়া এবং যুগ্ম আহবায়ক মিলন চন্দ্র সরকার,মোঃ রমজান আলী, মোঃ রফিকুল ইসলাম রফিক এর নাম ঘোষণা করা হয়।
সদস্যদের মধ্যে আছেন মোঃ রাকিবুল ইসলাম রুবেল, মোঃ ফিরোজ রানা, সামস তৌফিক নিশান, মোঃ মাহাদী হাসান, জাকিউল ইসলাম পিনু, অসিত সরকার চপল, মারজান মাহিম জয়, মামুন বিন শেখ প্রমুখ।
আহবায়ক কমিটির সদস্য মোঃ মাহাদী হাসান বলেন, একটি শক্তিশালী ও মানবিক ইউনিট ঘোষণা হয়েছে।যারা একসঙ্গে মানবতার সেবায় একসঙ্গে হাতে হাত রেখে নিপিড়ীত মানুষের পাশে দাঁড়াবে ও যখনই সেবার প্রয়োজন হবে স্বেচ্ছাসেবক লীগ পাশে থাকবে।আবার যেখানে অন্যায়,অবিচার মুক্তিযুদ্ধ ও দেশ বিরোধী অপকর্ম সেখানে শক্তহাতে দমন করবে উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
আহবায়ক কমিটির সদস্য প্রণয় সরকার প্রীতম বলেন, আমরা পরবর্তী নির্বাচনের জন্য কাজ করবো,আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের জন্য সর্বোচ্চ দিব এবং স্বেচ্ছাসেবক হিসেবে সর্বদা প্রস্তুত থাকবো।




















