চারশ বছরের ঐতিহ্য অনুসরণ করে দিনাজপুরের কান্তনগর মন্দির থেকে নদীপথে শ্রী শ্রী কান্তজিউ যুগল বিগ্রহ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পূজা-অর্চনা শেষে কড়া নিরাপত্তায় বিগ্রহ বহনকারী নৌবহরটি দিনাজপুর শহরের রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করে।
পুনর্ভবা নদীর দুই পাড়ে হাজারো ভক্ত-পূণ্যার্থীর ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ২৫ কিলোমিটার নৌপথে ৩৭টি নদীঘাটে ভক্তরা বিগ্রহকে পূজা-অর্চনা ও ফল-দুধসহ নানা উপহার দিয়ে বরণ করেন।
নৌবহর নির্বিঘ্ন করতে পুলিশ, র্যাব, আনসার ও সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিরাপত্তায় নিয়োজিত ছিল। আয়োজক ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এবার নিরাপত্তা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।
উল্লেখ্য, দিনাজপুর রাজবংশের রীতিমতে বিগ্রহটি প্রতিবছর জন্মাষ্টমীর একদিন আগে কান্তনগর মন্দির থেকে রাজবাড়ীতে আনা হয় এবং তিন মাস পর পুনরায় মন্দিরে ফিরিয়ে নেওয়া হয়।
এমআর/সবা






















