০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাধারণ সভা করতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

এ সময় আসিফ নজরুল বলেন, দেশের বড় বড় হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারের সঙ্গে দেখা করার নির্দিষ্ট সময় কেন বরাদ্দ থাকে?, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না।

গরিব রোগীদের ওপর অত্যাচার হয় উল্লেখ করে তিনি এটি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, তার একজন নিম্ন আয়ের কর্মচারীকে ঢাকার একটি হাসপাতালে ১৪টি টেস্ট দেওয়া হয়েছিল। পরে ময়মনসিংহে পরিচিত এক ডাক্তারের কাছে টেস্ট ছাড়াই চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন। এ ধরনের অত্যাচার বন্ধ হওয়া দরকার।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানের ন্যায়সংগত মুনাফা নিশ্চিতে নীতিমালা করা হবে। অন্যায় মুনাফা কাম্য নয়, স্বাস্থ্য খাতে এটি বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক বৈষম্যের পরেই সবচেয়ে বড় হচ্ছে স্বাস্থ্যখাতের বৈষম্য। এজন্য স্বাস্থ্যখাতের পুনর্গঠন কর্মকাণ্ডে এটিকে আমরা জাতীয় স্বাস্থ্যখাত বলছি, সরকারি না। সরকারি-বেসরকারিসহ লাভজনক-অলাভজনক প্রতিষ্ঠান – সবাই মিলে ১৮ কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটি রূপান্তর প্রক্রিয়া চলমান। এ প্রক্রিয়ায় যার যার অবস্থান থেকে সবার অংশগ্রহণ প্রয়োজন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয়ভাবে খালেদা জিয়ার দাফন, জনসাধারণের প্রবেশ নিষেধ

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

আপডেট সময় : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাধারণ সভা করতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

এ সময় আসিফ নজরুল বলেন, দেশের বড় বড় হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারের সঙ্গে দেখা করার নির্দিষ্ট সময় কেন বরাদ্দ থাকে?, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না।

গরিব রোগীদের ওপর অত্যাচার হয় উল্লেখ করে তিনি এটি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, তার একজন নিম্ন আয়ের কর্মচারীকে ঢাকার একটি হাসপাতালে ১৪টি টেস্ট দেওয়া হয়েছিল। পরে ময়মনসিংহে পরিচিত এক ডাক্তারের কাছে টেস্ট ছাড়াই চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন। এ ধরনের অত্যাচার বন্ধ হওয়া দরকার।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানের ন্যায়সংগত মুনাফা নিশ্চিতে নীতিমালা করা হবে। অন্যায় মুনাফা কাম্য নয়, স্বাস্থ্য খাতে এটি বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক বৈষম্যের পরেই সবচেয়ে বড় হচ্ছে স্বাস্থ্যখাতের বৈষম্য। এজন্য স্বাস্থ্যখাতের পুনর্গঠন কর্মকাণ্ডে এটিকে আমরা জাতীয় স্বাস্থ্যখাত বলছি, সরকারি না। সরকারি-বেসরকারিসহ লাভজনক-অলাভজনক প্রতিষ্ঠান – সবাই মিলে ১৮ কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটি রূপান্তর প্রক্রিয়া চলমান। এ প্রক্রিয়ায় যার যার অবস্থান থেকে সবার অংশগ্রহণ প্রয়োজন।

এমআর/সবা