সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া আগামীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা বাস্তবায়ন করবে।
শনিবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, “বিভিন্ন সময়ে নানা কূটকৌশলের মাধ্যমে আমাদের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হয়েছে। তবে সত্য ও সুন্দরের জয় অনিবার্য। জন্মাষ্টমীর এই উৎসব চট্টগ্রামের সব সম্প্রদায়ের সম্মিলিত অগ্রযাত্রাকে শক্তি ও সাহস যোগাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবার। আমরা যদি সমঅধিকার ও ভ্রাতৃত্বের চেতনা ধারণ করি, তবে সোনার বাংলাদেশ গড়া সম্ভব।”
অনুষ্ঠানে পটিয়া পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতও বক্তব্য দেন। পরে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিথিরা।
রঙিন সাজে সজ্জিত নারী-পুরুষ ও শিশুরা শোভাযাত্রায় অংশ নেন। ঢোলবাদ্য ও কীর্তনের সুরে আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি, নিউমার্কেট হয়ে জেএম সেন হল প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। সেখানে দুপুরে মাতৃ সম্মেলন এবং বিকেলে ধর্ম মহাসম্মেলনের আয়োজন করা হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শুরু হওয়া এ অনুষ্ঠান রোববার ও সোমবার পর্যন্ত চলবে। ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, ধর্মীয় আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রতিদিন ভক্তরা ধর্মীয় উৎসবে অংশ নেবেন।
এমআর/সবা


























