০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২ হাজারের বেশি নবীনকে চবি ছাত্রশিবিরের বরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আড়াই হাজারের বেশি নবীন শিক্ষার্থীকে বরণ করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে শাখা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে কী-নোট স্পিকার ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন ইউরোপীয় কমিশনের আঞ্চলিক পরিচালক ইঞ্জিনিয়ার ড. আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী এবং শিবির নেতা ইব্রাহিম হোসেন রনি।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “প্রথম বর্ষ থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। পরিকল্পিত পড়াশোনা ছাড়া কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। একবিংশ শতাব্দীতে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার কোনো বিকল্প নেই।”

ড. আশিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় হলো মুক্তমঞ্চ। এখান থেকে জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে বিশ্বে ছড়িয়ে পড়তে হবে।” আর ড. এনায়েত উল্যা পাটওয়ারী শিক্ষার্থীদের নিজের ও পরিবারের স্বপ্ন পূরণে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীরা বলেন, “এমন আয়োজন আগে কখনো পাইনি। আন্তর্জাতিক স্কলারদের অভিজ্ঞতা শোনা এবং আমাদের প্রশ্নের উত্তর পাওয়াটা ছিল সত্যিই অনন্য। এটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়ার কবরের পাশে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি

২ হাজারের বেশি নবীনকে চবি ছাত্রশিবিরের বরণ

আপডেট সময় : ০৯:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আড়াই হাজারের বেশি নবীন শিক্ষার্থীকে বরণ করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে শাখা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে কী-নোট স্পিকার ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন ইউরোপীয় কমিশনের আঞ্চলিক পরিচালক ইঞ্জিনিয়ার ড. আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী এবং শিবির নেতা ইব্রাহিম হোসেন রনি।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “প্রথম বর্ষ থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। পরিকল্পিত পড়াশোনা ছাড়া কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। একবিংশ শতাব্দীতে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার কোনো বিকল্প নেই।”

ড. আশিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় হলো মুক্তমঞ্চ। এখান থেকে জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে বিশ্বে ছড়িয়ে পড়তে হবে।” আর ড. এনায়েত উল্যা পাটওয়ারী শিক্ষার্থীদের নিজের ও পরিবারের স্বপ্ন পূরণে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীরা বলেন, “এমন আয়োজন আগে কখনো পাইনি। আন্তর্জাতিক স্কলারদের অভিজ্ঞতা শোনা এবং আমাদের প্রশ্নের উত্তর পাওয়াটা ছিল সত্যিই অনন্য। এটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”