ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি লণ্ডভন্ড হয়ে গেছে। অসংখ্য গাছ উপড়ে পড়েছে এবং পানের বরজ বিধ্বস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
রোববার রাত ২টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর, ঘাগড়াপাড়া, মাঝিয়াকান্দি এবং সোহাগী ইউনিয়নের চট্টি ও মনোহরপুর এলাকায় ঝড় আঘাত হানে। মুহূর্তের ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ক্ষয়ক্ষতির চিত্র
সরেজমিনে দেখা গেছে, গাছচাপা ও ঝড়ে জাটিয়ার নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর ২টি, নুরুল ইসলামের ১টি, আব্দুর রহিমের ২টি, আবু সিদ্দিকের ১টি ও ইদ্রিস আলীর ২টি ঘর বিধ্বস্ত হয়েছে।
সোহাগীর মনোহরপুর গ্রামের রিপনের ২টি, শাহ্ নেওয়াজের ১টি এবং সিরাজুল ইসলামের ১টি বসতঘর ভেঙে গেছে।
এছাড়া ঘাগড়াপাড়া গ্রামের পানচাষী আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, সানাউল্লাহ্ ও আতাউর রহমানের প্রায় এক একর পান বরজ সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে।
স্থানীয়দের অভিমত
জাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য নয়ন মিয়া জানান, ঝড়ে শতাধিক বসতঘরের চালা উড়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া নিজতুলন্দর সরকারি বিদ্যালয়ের গাছ উপড়ে পড়ায় ওয়াশ ব্লকেরও ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে আঘাত হানা এই ঝড়ে তাদের অনেকেই সর্বস্ব হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন আশ্রয় ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে।
এমআর/সবা


























