০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিএমপি কমিশনারের বেতার বার্তা ‘ফাঁস’: পুলিশ সদস্য রিমান্ডে

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারের বেতার বার্তা ‘ফাঁসের’ ঘটনায় গ্রেপ্তার পুলিশ সদস্য অমি দাশকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের মহানগর হাকিম এস এম আলাউদ্দীন রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। খুলশী থানায় বেতার কনস্টেবল হিসেবে কর্মরত অমি দাশকে (৩১) রোববার রাতে গ্রেপ্তার করা হয়।

অস্ত্র ও গোলাবারুদ ছাড়া পুলিশ সদস্যদের ডিউটিতে না যাওয়ার নির্দেশনা সংক্রান্ত কমিশনার হাসিব আজিজের বেতার বার্তা ‘ফাঁসের’ অভিযোগে তাকে আটক করা হয়। পরে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর ৩(খ) ধারা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৩(২)/২৭ ধারায় মামলা করা হয়।

সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় অমি দাশ উপস্থিত ছিলেন এবং তার আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

গত ১১ আগস্ট রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে নগরীর বন্দর থানার ইশান মিস্ত্রি ঘাট এলাকায় সন্ত্রাসীদের হামলায় এসআই আবু সাঈদ রানা কুপিয়ে আহত হন। পরদিন কমিশনার বেতার বার্তায় পুলিশ সদস্যদের অস্ত্র ছাড়া ডিউটিতে না যাওয়ার নির্দেশ দেন এবং টহলকালে অস্ত্রের মুখে পড়লে ‘গুলি করার’ নির্দেশনা দেন।

ওই বার্তায় কমিশনারকে বলতে শোনা যায়— “অস্ত্র বের করা মাত্র গুলি হবে। মাথায়, বুকে, পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, গেল বছর আন্দোলন দমনে নির্বিচার অস্ত্র ব্যবহারের অভিযোগে পুলিশের ভাবমূর্তি সংকটে পড়ে। পরে সরকার ঘোষণা দেয়, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না, সেগুলো জমা দিতে হবে। তবে এপিবিএন বাহিনীর কাছে মারণাস্ত্র থাকবে।

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

সিএমপি কমিশনারের বেতার বার্তা ‘ফাঁস’: পুলিশ সদস্য রিমান্ডে

আপডেট সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারের বেতার বার্তা ‘ফাঁসের’ ঘটনায় গ্রেপ্তার পুলিশ সদস্য অমি দাশকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের মহানগর হাকিম এস এম আলাউদ্দীন রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। খুলশী থানায় বেতার কনস্টেবল হিসেবে কর্মরত অমি দাশকে (৩১) রোববার রাতে গ্রেপ্তার করা হয়।

অস্ত্র ও গোলাবারুদ ছাড়া পুলিশ সদস্যদের ডিউটিতে না যাওয়ার নির্দেশনা সংক্রান্ত কমিশনার হাসিব আজিজের বেতার বার্তা ‘ফাঁসের’ অভিযোগে তাকে আটক করা হয়। পরে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর ৩(খ) ধারা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৩(২)/২৭ ধারায় মামলা করা হয়।

সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় অমি দাশ উপস্থিত ছিলেন এবং তার আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

গত ১১ আগস্ট রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে নগরীর বন্দর থানার ইশান মিস্ত্রি ঘাট এলাকায় সন্ত্রাসীদের হামলায় এসআই আবু সাঈদ রানা কুপিয়ে আহত হন। পরদিন কমিশনার বেতার বার্তায় পুলিশ সদস্যদের অস্ত্র ছাড়া ডিউটিতে না যাওয়ার নির্দেশ দেন এবং টহলকালে অস্ত্রের মুখে পড়লে ‘গুলি করার’ নির্দেশনা দেন।

ওই বার্তায় কমিশনারকে বলতে শোনা যায়— “অস্ত্র বের করা মাত্র গুলি হবে। মাথায়, বুকে, পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, গেল বছর আন্দোলন দমনে নির্বিচার অস্ত্র ব্যবহারের অভিযোগে পুলিশের ভাবমূর্তি সংকটে পড়ে। পরে সরকার ঘোষণা দেয়, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না, সেগুলো জমা দিতে হবে। তবে এপিবিএন বাহিনীর কাছে মারণাস্ত্র থাকবে।