এক সময়ের আলোচিত অভিনেতা বর্তমানে মানুষের চোখে মানসিক বিকারগ্রস্ত মানুষ হিসেবে পরিচিত পেয়েছে। স্যোশাল মিডিয়ায় গত দুইদিনের চিত্র এটি। কারণ তিনি একজন অন্তবর্তীকালীন সরকারের নারী উপদেষ্টাকে নিয়ে ভিডিওবার্তায় অশালীন মন্তব্য করেছেন। এই মন্তব্য করার পরই ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই তা শেয়ার করে এই অভিনেতাকে মানসিক বিকারগ্রস্ত অসুস্থ মানুষ আখ্যা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার তোপের মুখে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করা স্বাধীন খসরু নিজের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন। গত শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে অভিনেতা বলেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র!’
তিনি আরো বলেন, ‘যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’
এমআর/সবা

























