সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে শনিবার (২৩ আগস্ট) বাসায় ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তবে চিকিৎসকের পরামর্শমতে তাকে আগামী সাতদিন বিশ্রামে থাকতে হবে।
ফারুকীর বাসায় ফেরার একটি ভিডিওক্লিপ ফেসবুক পেজে পোস্ট করে মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এ তথ্য জানান।
পোস্টের ক্যাপশনে তিশা সবাইকে ধন্যবাদ দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।
তিশার পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেছে, তাদের মেয়ে ইলহাম দৌড়ে গিয়ে বাবাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
এমআর/সবা

























