ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে ফিক্সিংয়ের ঘটনায় নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির।
গতকাল (২৫ আগস্ট) বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) নিশ্চিত করেছে, ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
গেল বছর গুলশান ক্লাব ও শাইনপুকুরের ম্যাচের শাইনপুকুরের খেলোয়াড়দের আউটের ধরন নিয়ে সমালোচনা হয়েছিল বেশ। আউটের ধরন দেখে মনে হয়েছে যেন স্বেচ্ছায় উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তারা। সুযোগ থাকার পরও লাইনের ভেতরে ব্যাট না নিয়ে কাল বিলম্ব করতে দেখা যায়।

রাহিম আহমেদ ও সাব্বিরের আউটের ধরনে সন্দেহ জাগে। এরপরই শুরু হয় তদন্ত।
বিসিবির একাধিক দুর্নীতি দমনের একাধিক ধারা ভেঙেছেন সাব্বির বলে জানানো হয়েছে আকুর তদন্ত প্রতিবেদনে। এই কারণে কেবল ৫ নয়। ৮-১০ বছরের নিষেধাজ্ঞার প্রস্তাবও রয়েছে।
মোহাম্মদ আশরাফুলকে ২০১৩ সালে সেভাবে শাস্তি দেওয়া হয়েছে, সাব্বিরের ক্ষেত্রেও তেমন কঠোর হওয়া দরকার বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এমআর/সবা


























