০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে মেছো বাঘ ক্ষুধার জ্বালায় লোকালয়ে, চিড়িয়াখানায় হস্তান্তর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বড় মেছোবাঘ ক্ষুধার জ্বালায় লোকালয়ে এসে ধরা পড়েছে। শুক্রবার (২৯ আগস্ট) এটি ধরা পড়ে। মেছোবাঘটি দেখার জন্য সকাল থেকে শত শত মানুষ সেখানে জড়ো হয়। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে চিরিয়াখানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়,উপজেলার  নানুপুর ইউনিয়ন রহমত বাড়ীর কৃষক জনৈক মো:এয়াকুবের এক মাস যাবৎ দিনে মোরগ খেয়ে ফেলছে।এভাবে আরো অনেকের পরিবারের দিনে ছেড়ে দেয়া মোরগ সন্ধ্যা হলে পাওয়া যায় না।মেছোবাঘটি দিনে জঙ্গলে ও ঝোঁপ – ঝাঁড়ে থাকায় তেমন দেখা যায়নি।
এয়াকুব বলেন, রগ রেখে  দরজা বন্ধ করে রাখি। আর বক্সের অপর দরজা খোলা রাখি,যাতে বক্সে প্রবেশ করা মাত্র দরজা নিচের দিকে পড়ে যায়। এঅবস্থায় রাতে মোরগ খেতে এসে বক্সে আটকা পড়ে। এটি’র ওজন আনুমানিক ২০ কেজি হতে পারে।অবিকল বাঘের মতো দেখতে মানুষ দেখলে গর্জে উঠলে দেখা যায়,মূখের দাঁত উপরে নিচে পাশের ৪ টি লম্বা।
উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন, মেছোবাঘ ধরার খবর পেয়ে; সেটি স্থানীয় প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলমের হেফাজতে নেওয়া হয়েছে। পরে মেছোবাঘটির চিকিৎসা ও পরবর্তী পুনর্বাসন এর জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে মেছো বাঘ ক্ষুধার জ্বালায় লোকালয়ে, চিড়িয়াখানায় হস্তান্তর

আপডেট সময় : ০২:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বড় মেছোবাঘ ক্ষুধার জ্বালায় লোকালয়ে এসে ধরা পড়েছে। শুক্রবার (২৯ আগস্ট) এটি ধরা পড়ে। মেছোবাঘটি দেখার জন্য সকাল থেকে শত শত মানুষ সেখানে জড়ো হয়। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে চিরিয়াখানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়,উপজেলার  নানুপুর ইউনিয়ন রহমত বাড়ীর কৃষক জনৈক মো:এয়াকুবের এক মাস যাবৎ দিনে মোরগ খেয়ে ফেলছে।এভাবে আরো অনেকের পরিবারের দিনে ছেড়ে দেয়া মোরগ সন্ধ্যা হলে পাওয়া যায় না।মেছোবাঘটি দিনে জঙ্গলে ও ঝোঁপ – ঝাঁড়ে থাকায় তেমন দেখা যায়নি।
এয়াকুব বলেন, রগ রেখে  দরজা বন্ধ করে রাখি। আর বক্সের অপর দরজা খোলা রাখি,যাতে বক্সে প্রবেশ করা মাত্র দরজা নিচের দিকে পড়ে যায়। এঅবস্থায় রাতে মোরগ খেতে এসে বক্সে আটকা পড়ে। এটি’র ওজন আনুমানিক ২০ কেজি হতে পারে।অবিকল বাঘের মতো দেখতে মানুষ দেখলে গর্জে উঠলে দেখা যায়,মূখের দাঁত উপরে নিচে পাশের ৪ টি লম্বা।
উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন, মেছোবাঘ ধরার খবর পেয়ে; সেটি স্থানীয় প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলমের হেফাজতে নেওয়া হয়েছে। পরে মেছোবাঘটির চিকিৎসা ও পরবর্তী পুনর্বাসন এর জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।