কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ করেছে গত ১৮ সেপ্টেম্বর। ফোরামের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আজ মঙ্গলবার বিকালে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে সঠিকভাবে তুলে ধরতে সততার সঙ্গে নিজেদের মেধা কাজে লাগাতে ভালোভাবে কাজ করার জন্য বিভিন্ন পরামর্শ ও দিক-নির্দেশনা দেন উপাচার্য। উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মো. শাকিল বাবু, সহ-সভাপতি ইসরাত জাহান, সাধারণ সম্পাদক রোকন বাপ্পি, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রাবণ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু ইসহাক অনিক, অর্থ সম্পাদক জায়েদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক আলাওল করিম ফয়সাল, সদস্য মারিয়া আক্তার মিম ও মাশরুফা শারমিন এ্যানি।























