কুমিল্লার মেঘনা উপজেলায় শেখের গাঁও নাসির স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার সোনাকান্দা কিংস। শেখেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা কিংস ম্যাচসেরা সাকিবুলের দেওয়া একমাত্র গোলে হারায় মুন্সিগঞ্জের এফসি পুরান বাউশিয়াকে। চ্যাম্পিয়ন সোনাকান্দা কিংসের রিয়াদ হাসান টুর্নামেন্ট সেরা ও পুরান বাউশিয়ার সুজন সর্বোচ্চ গোলদাতা হয়েছে।

ফাইনাল শেষে এসএইচএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল অদুদ মুন্সী। উপস্থিত ছিলেন লুটেরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম গাফফার, মো. শহীদ, মো. রশিদ, খোরশেদ আলম।


























