সোমবার (১সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্য দিয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি লিখন হোসেন (দৈনিক ভোরের ডাক); যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রাহিমা বেগম স্মৃতি (বুলেটিন বার্তা);সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম (দৈনিক খবর সংযোগ);অর্থ সম্পাদক মোঃ পলাশ মিয়া ( দীপ্ত বার্তা) ; দপ্তর সম্পাদক মোঃ শাহরিয়ার আজিম (ঢাকা ওয়াচ২৪.কম) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন খন্দকার ( দৈনিক আমাদের মাতৃভূমি)নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— লামিস তাসনিম জুহা ( প্রতিদিনের খবর), মোঃ মাহমুদুল হাসান তাফির ( দৈনিক স্বদেশকন্ঠ) আল আমিন মোহ ( দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন) ।
সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক জনবাণীর রিপোর্টার জনাব নাজমুল সুজন ।এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন একুশে টেলিভিশনের এর স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম এবং আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ যুবায়ের, মানবকষ্ঠের স্টাফ রিপোর্টার ফেরদৌস সাগর।
এসএস/সবা

























