০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে টানা দুই দিনের সহিংস সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২.৪৫ মিনিটের সময় তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার সাব ইন্সপেক্টর রুপান। তিনি বলেন, গতকাল রাত ১০টা থেকে আজ ১২.৩০ টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে আমরা গ্রেফতার করেছি। তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। আমাদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। আমাদের একটি টিম এখনো অভিযানে রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।
এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর বাদী হয়ে হাটহাজারী থানায় ৯৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১ হাজার জনের নামে মামলা করা হয়। গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার্স ইনচার্জ  (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে ঢোকায় দারোয়ান এক ছাত্রীকে চড় মারেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার ১২টা থেকে ৪টা পর্যন্ত এবং পরদিন বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪২১ জন শিক্ষার্থী আহত হয় বলে নিশ্চিত করেন চবি মেডিকেল প্রধান ডা. আবু তৈয়ব। এরমধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হওয়ায় ২জনকে বেডে স্থানান্তর করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৮

আপডেট সময় : ০১:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে টানা দুই দিনের সহিংস সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২.৪৫ মিনিটের সময় তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার সাব ইন্সপেক্টর রুপান। তিনি বলেন, গতকাল রাত ১০টা থেকে আজ ১২.৩০ টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে আমরা গ্রেফতার করেছি। তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। আমাদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। আমাদের একটি টিম এখনো অভিযানে রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।
এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর বাদী হয়ে হাটহাজারী থানায় ৯৫ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১ হাজার জনের নামে মামলা করা হয়। গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার্স ইনচার্জ  (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে ঢোকায় দারোয়ান এক ছাত্রীকে চড় মারেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার ১২টা থেকে ৪টা পর্যন্ত এবং পরদিন বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪২১ জন শিক্ষার্থী আহত হয় বলে নিশ্চিত করেন চবি মেডিকেল প্রধান ডা. আবু তৈয়ব। এরমধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হওয়ায় ২জনকে বেডে স্থানান্তর করা হয়েছে।