নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং সোনারগাঁ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসীন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, কৃতী শিক্ষার্থীরা দেশের সম্পদ। এ সম্মাননা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, ‘ভালো ফলাফল করেছ, জীবনের প্রথম ধাপের পরীক্ষায় তোমরা সফল হয়েছ। এটা তোমাদের চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা সেদিনই আসবে, যেদিন তোমরা এই সাফল্যের ধারাবাহিকতা সামনে অক্ষুণ্ন রেখে পরিপূর্ণ মানুষ হতে পারবে। সফলতা মানেই সার্থকতা নয়। সফলতা গুরুত্বপূর্ণ কিন্তু সার্থকতা তার চেয়ে আরও বেশি প্রয়োজন। তোমাদের নিজের একার সফলতার চিন্তাকে বাদ দিয়ে যখন অনেককে নিয়ে সফল হতে পারবে, তখনই আসে সার্থকতা। এ জন্য শুধু বই পড়লে হবে না, মানুষের সঙ্গেও যুক্ত থাকতে হবে। মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হতে পারো, সেই চেষ্টা করতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি এক বছরেই নির্মূল করা যাবে না। নতুন বাংলাদেশে শিশু ও মহিলাদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমাদের শিশুদেরকে যদি আমরা সঠিক পথে গড়ে তুলতে না পারি তাহলে আমরা বিশ্বের কাছে হেরে যাবো।’
শারমীন এস মুরশীদ আরও বলেন, ‘নির্বাচনের পথে যদি অতিরিক্ত সহিংসতা হয় তাহলে নির্বাচন ভঙ্গুর হয়ে যাবে। ফলে সেটা যেন না হয় সেকারণে পুলিশ প্রশাসনের সঙ্গে জনগণকেও সরকারের পাশে এগিয়ে আসতে হবে। আপনাদের এলাকায় যেন সহিংসতা না হয় সে খেয়াল রাখা আপনাদের দায়িত্ব। সবাই বসে আছি কবে নির্বাচন হবে, সবাই মিলে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই তাহলে নির্বাচন সহজ হবে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, একটি জাতির প্রধান শক্তি হলো শিক্ষা। মানসম্মত শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছে দিতে।
অনুষ্ঠানের সভাপতি মোঃ মহসীন মিয়া বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। আগামী দিনের বাংলাদেশ গড়বে এই মেধাবী শিক্ষার্থীরাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেন ও পরিচালক খায়রুল ইসলাম, সোনারগাঁ সার্কেল এসিল্যান্ড তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল এসিল্যান্ড ফাইরুজ তাসরিনসহ স্থানীয় শিক্ষক, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, স্থানীয় সরকারের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সবশেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।


























