লালমনিরহাটে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব মাওলানা মোঃ মফিদুল ইসলাম মিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু তাঁর বক্তব্যে বলেন, “ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।”
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
এমআর/সবা




















