রাজনৈতিক কারণে জাতীয় দল থেকে বাইরে আছেন সাকিব আল হাসান। বলা চলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। দেশের বাইরে অবস্থান করছেন শেখ হাসিনার সরকারের পতনের আগে থেকেই।
তবে সুযোগ পেলেই খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টির বর্ষসেরা এশিয়া একাদশে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। টি-টোয়েন্টি সংস্করণের এই আসর শুরুর দুদিন আগে এশিয়ার সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
একাদশটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন একমাত্র সাকিব আল হাসান। অলরাউন্ডারদের মধ্যে আরও জায়গা পেয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি।
সর্বোচ্চ ৪ জন জায়গা পেয়েছেন ভারত থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ জন শ্রীলঙ্কার। পাকিস্তানের দুজন। ১ জন করে বাংলাদেশ ও আফগানিস্তানের।
শ্রীলঙ্কার দুই কিংবদন্তী সনাৎ জয়াসুরিয়ার ও মাহেলা জয়াবর্ধনেকে রাখা হয়েছে ওপেনিংয়ে। এরপর ভারতের ৩ তারকা আছেন পরের তিন জায়গায়। বিরাট কোহলি, সুর্যকুমার যাদব ও মহেন্দ্র সিং ধোনি। উইকেটকিপার ও দলের অধিনায়ক করা হয়েছে ধোনিকে।
সাকিব আল হাসান ছয়ে আর সাতে শহীদ আফ্রিদি। আট নম্বরে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। পেসার হিসেবে একাদশে আছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জসপ্রিত বুমরা এবং শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন সাঈদ আজমল।
ইএসপিএন ক্রিকইনফোর এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ: সনৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জসপ্রিত বুমরা, লাসিথ মালিঙ্গা।
দ্বাদশ ব্যক্তি: সাঈদ আজমল।

























